আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। নতুন অধিনায়ক করা হয়েছে ফ্যাফ ডুপ্লেসিকে। দলের এক জন সাধারণ সদস্য হিসাবেই খেলছেন কোহলী। তার পরেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অধিনায়কত্ব করতে দেখা গেল কোহলীকে। কিন্তু কেন নেতৃত্ব দিলেন তিনি? কী করছিলেন ডুপ্লেসি?
পুরো ম্যাচের জন্য নয়, তবে একটা বড় সময় দলকে নেতৃত্ব দেন কোহলী। আসলে ব্যাট করার সময় লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলের ছোড়া একটি বল হাতে লাগে ডুপ্লেসির। কিছুটা চোট পান তিনি। তা ছাড়া প্রায় ২০ ওভার ব্যাট করে ৯৬ রানও করেন ডুপ্লেসি। তাই প্রথম ইনিংসের পরে সাজঘরে বিশ্রাম নিচ্ছিলেন অধিনায়ক। ডুপ্লেসি মাঠে নামার পরে ফের তিনিই নেতৃত্ব দেওয়া শুরু করেন।