Advertisement
E-Paper

রয় কৃষ্ণর গোলে জয় মোহনবাগানের

১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি শীর্ষে থাকলেও সমসংখ্যক ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এটিকে মোহনবাগান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩৪
লিগ শীর্ষে যাওয়ার লক্ষ্যে এটিকে মোহনবাগান।

লিগ শীর্ষে যাওয়ার লক্ষ্যে এটিকে মোহনবাগান। ছবি: টুইটার থেকে

৮৫ মিনিট। গোওওওওওল। রয় কৃষ্ণর গোলে এগিয়ে গেল মোহনবগান।

প্রথমার্ধ শেষ। ম্যাচের ফল ০-০

৪৫ মিনিট। মার্সেলিনহোর কর্নার থেকে ফাঁকায় হেড করার সুযোগ পেলেও গোল করতে পারলেন না সন্দেশ ঝিঙ্গন।

৪০ মিনিট। জামশেদপুরের সামনে সুযোগ ছিল। আইটরের ফ্রিকিক বাঁচালেন অরিন্দম।
৩৮ মিনিট। সন্দেশের পাস থেকে সুযোগ এসে গেছিল ডেভিড উইলিয়ামসের কাছে। শট করলেও গোল করতে ব্যর্থ হলেন তিনি।

৩৪ মিনিট। বারবার জামসেদপুরের তৈরি করা অফসাইডের ফাঁদে পড়ে যাচ্ছেন রয় কৃষ্ণ, উইলিয়ামসরা।

৩০ মিনিট। জলপানের বিরতি। এখনও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই।

২৫ মিনিট। বাঁদিক থেকে বারবার আক্রমণ তুলে আনার চেষ্টা করছে এটিকে মোহনবাগান। গোল হয়নি এখনও

২০ মিনিট। আক্রমণ করছে জামশেদপুর এফসিও। যদিও ম্যাচে গোল হয়নি।

১৪ মিনিট | গোলের সামনে চলে আসে মোহনবাগান। ডান দিক থেকে উঠে আসা ক্রসে মাথা ঠেকাতে পারলেন না রয় কৃষ্ণ।

১১ মিনিট | ফ্রি কিক পেল জামশেদপুর।

৮ মিনিট | সুযোগ তৈরি করেছিল জামশেদপুরও। কর্নার পেলেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হল জামশেদপুর।

৬ মিনিট | কর্নার পেল মোহনবাগান। গোল যদিও এল না সেখান থেকে।

৫ মিনিট | বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন রয় কৃষ্ণ। পড়ে যান তিনি। পেনাল্টির দাবি জানালেও, কর্ণপাত করেননি রেফারি।

২ মিনিট | আইএসএলে ১০০তম ম্যাচ খেলতে নামলেন লেনি রডরিগেজ।

শীর্ষে যাওয়ার লক্ষ্যে জামসেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। দলে প্রণয় হালদারের জায়গায় রবিবারের ম্যাচে খেলছেন প্রীতম কোটাল। যদিও প্রণয় দলে আছেন পরিবর্ত হিসেবে। দলে এসেছেন ডেভিড উইলিয়ামসও। রয় কৃষ্ণ, মার্সেলিনহোর সঙ্গে ডেভিড উইলিয়ামস দলে থাকায় আক্রমণ ভাগ আরও শক্তিশালী হবে বলাই বাহুল্য। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি শীর্ষে থাকলেও সমসংখ্যক ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এটিকে মোহনবাগান। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে শীর্ষে চলে যাবে আন্তনিয়ো লোপেজ হাবাসের দল। ডার্বি খেলতে নামার আগেই শীর্ষস্থান পাকা করতে চাইছেন এটিকে মোহনবাগান কোচ।

football mohun bagan ATK Mohunbagan isl 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy