Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Virat Kohli

শ্রীলঙ্কায় স্লেজিংয়ের পাঠ নিয়ে কোহালিদের মোকাবিলা করতে আসছেন রুটরা

বিশ্ব ক্রিকেটে অন্যতম ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিত জো রুটও স্লেজিং করলেন। শ্রীলঙ্কার ব্যাটসম্যান দীনেশ চণ্ডিমালকে স্লেজ করতে দেখা গেল তাঁকে।

বিরাট কোহালির সঙ্গে জো রুট। ছবি: টুইটার

বিরাট কোহালির সঙ্গে জো রুট। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ২০:৪৮
Share: Save:

বিরাট কোহালিরা সাবধান। ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে নামার আগে একেবারে স্লেজিং শিখে আসছে ইংল্যান্ড। বিশ্ব ক্রিকেটে অন্যতম ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিত জো রুটও স্লেজিং করলেন। শ্রীলঙ্কার ব্যাটসম্যান দীনেশ চণ্ডিমালকে স্লেজ করতে দেখা গেল তাঁকে। আর তার পরের বলেই আউট হন চণ্ডিমাল।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ১৬-তম ওভারের ঘটনা। শ্রীলঙ্কা অধিনায়ক চণ্ডিমাল ব্যাট করছিলেন। ইংরেজ অধিনায়ক রুট স্লিপে ফিল্ডিং করছিলেন। স্টাম্প মাইক্রোফোনে শোনা যায় তিনি চণ্ডিমালের মনঃসংযোগ ভাঙার জন্য বলছেন, ‘‘কাম অন চণ্ডি, তোমার উইকেটটা ছুড়ে দাও।’’ জ্যাক লিচের পরের বলেই চণ্ডিমাল মিড অনে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

চণ্ডিমাল ৬ বলে ৯ রান করে আউট হন। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ইংল্যান্ড দুই টেস্টের সিরিজ ২-০ ফলে জিতে নেয়। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস মাত্র ১২৬ রানে শেষ হয়ে যায়। ডম বেস ও জ্যাক লিচ ৪টি করে উইকেট নেন। রুট ২ উইকেট নেন। দশ নম্বরে নেমে লসিথ এমবুলদেনিয়া ৪২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস না খেললে শ্রীলঙ্কা এই ইনিংসে হয়ত ১০০ রানের গণ্ডি পেরতো না।

ইংল্যান্ড ১৬৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে জিতে যায়। সিবলি ৫৬ রানে অপরাজিত থাকেন। জস বাটলার ৪৬ রানে অপরাজিত থাকেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE