২৭ মিনিটে ভিসেন্তে গোমেসের গোলে এগিয়ে গিয়েছিল কেরল। সাহাল আবদুল সামাদের কর্নার থেকে জোরালো হেডে বল মুম্বইয়ের জালে জড়িয়ে দেন ভিসেন্তে। মুম্বই গোলকিপার অমরিন্দর সিংহের কিছু করার ছিল না এ ক্ষেত্রে।
বিরতিতে ম্যাচের ফল ছিল কেরলের পক্ষে ১-০। প্রথমার্ধে দাপট ছিল কেরলের দলটির। এই সময়ে মুম্বই গোলকিপার অমরিন্দর তৎপর না থাকলে কেরলের গোলের সংখ্যা বাড়তে পারত। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রবল ভাবে ম্যাচে ফেরে মুম্বইয়ের দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মুম্বই। বক্সের ডানদিক থেকে আসা বল ফুটবলারদের গায়ে লেগে দিক পরিবর্তন করেছিল। জটলার মধ্যে সেই বল কেরলের জালে জড়িয়ে ১-১ করেন বিপিন সিংহ।
৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন অ্যাডম লি ফন্দ্রে। এর আগে প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেছিলেন তিনি। দলের হয়ে জয়সূচক গোল করে তার প্রায়শ্চিত্ত করলেন তিনি। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় এক নম্বরেই রইল মুম্বই। দ্বিতীয় এটিকে-মোহনবাগানের চেয়ে তারা এগিয়ে থাকল ৬ পয়েন্টে। অন্য দিকে, ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে রইল
কেরল ব্লাস্টার্স।