Advertisement
০৩ মে ২০২৪

সাফল্যের হার বাড়াতে খো খো প্রশিক্ষণ শিবির

গত ফেব্রুয়ারি মাসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় খো খো প্রতিযোগিতায় তৃতীয় হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দল। গত মার্চ মাসে মেদিনীপুর শহরের শরৎপল্লির মাঠে অনুষ্ঠিত সাব-জুনিয়র রাজ্য খো খো চ্যাম্পিয়ানশিপে সেফিনাইনালে হেরে যায় জেলার দল।

খোখো: চলছে প্রশিক্ষণ শিবির। —নিজস্ব চিত্র।

খোখো: চলছে প্রশিক্ষণ শিবির। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০৪:২৩
Share: Save:

রাজ্য ও জাতীয় স্তরের খো খো প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিযোগীদের পারফরম্যান্স আশানুরূপ নয়। খেলার মান উন্নত করতে ছেলে-মেয়েদের প্রশিক্ষণের আয়োজন করেছে মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা। জেলা ক্রীড়া সংসদের আর্থিক সহায়তায় অনূর্ধ্ব ১৪ ও ১৭ বিভাগের ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছে জেলা খো খো অ্যাসোসিয়েশন। গত ১৫ মে থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ।

গত ফেব্রুয়ারি মাসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় খো খো প্রতিযোগিতায় তৃতীয় হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দল। গত মার্চ মাসে মেদিনীপুর শহরের শরৎপল্লির মাঠে অনুষ্ঠিত সাব-জুনিয়র রাজ্য খো খো চ্যাম্পিয়ানশিপে সেফিনাইনালে হেরে যায় জেলার দল।

প্রতিযোগীদের সাফল্যের হার বাড়াতে বিভিন্ন স্কুলের ছেলে-মেয়েদের নিয়ে মেদিনীপুর শহরের মোহনানন্দ বিদ্যামন্দিরের মাঠে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে। ৫৫-৬০ জন ছেলে-মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে। সোম, বুধ ও শুক্রবার— সপ্তাহে তিনদিন বিকেল সাড়ে ৪টে থেকে চলছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের দায়িত্ব সামলাচ্ছেন জেলা খো খো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাংশু রায় ও সহযোগী মহম্মদ সিরাজ, আকাশ অধিকারী। প্রভাংশুবাবু বলেন, ‘‘ছেলে-মেয়েদের ফিটনেস আরও বাড়াতে হবে। নিয়মিত অনুশীলনের মধ্যমে তাঁদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি।’’

সাফল্যের কাছে গিয়ে কেন বারবার থমকে যাচ্ছে বিজয়রথ? প্রভাংশবাবু বলেন, ‘‘নিয়মিত অনুশীলন হয় না। বিদ্যালয়গুলিতে খো খো খেলা হয় না বললেই চলে। তাই ছেলে-মেয়েদের দক্ষতারও বিকাশ হয় না।’’ মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জীব তরুই বলেন, ‘‘জেলা ক্রীড়া সংসদের আর্থিক সাহায্যেই প্রশিক্ষণের আয়োজন করেছে। জুন মাস পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kho Kho Medinipur খো খো
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE