Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

হারানোর কিছু নেই, টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বললেন কোহালি

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ফুরফুরে মেজাজে ভারত অধিনায়ক বিরাট কোহালি। হারানোর কিছু নেই, বলেছেন তিনি।

প্রচারমাধ্যমের মুখোমুখি ভারত অধিনায়ক। সোমবার। ছবি: রয়টার্স।

প্রচারমাধ্যমের মুখোমুখি ভারত অধিনায়ক। সোমবার। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
ম্যাঞ্চেস্টার শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ২০:১৭
Share: Save:

ভয়ডরহীন ক্রিকেট! ইংল্যান্ড সফরে ভারতীয় দল নির্ভীক ক্রিকেটের ব্র্যান্ডই মেলে ধরতে চাইছে। অধিনায়ক বিরাট কোহালি সোমবার সাফ জানিয়ে দিলেন যে পারফরম্যান্স করার চাপ তাঁদের ওপর নয়, রয়েছে ইংল্যান্ডের ওপরেই।

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। সদ্য আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ হারিয়েছে ভারত। শুধু হারানো নয়, কার্যত বিধ্বস্ত করেছে আইরিশদের। মঙ্গলবার থেকেই সফর প্রকৃতপক্ষে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার।

তার আগে ফুরফুরে মেজাজে দেখিয়েছে কোহালিকে। তিনি সরাসরি বলেছেন, “আমরা সবাই রিল্যাক্সড। দারুণ উপভোগ করছি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। ভালো দলকে তাদের কন্ডিশনে হারানো সব সময়েই আনন্দের। ২০১৬-১৭ সালে ইংল্যান্ড শেষবার ভারতে এসেছিল। সেবারও আমরা জিতেছিলাম। ঘরের মাঠে ইংল্যান্ড এবার নিশ্চয়ই সিরিজ জিততে চাইবে। আমাদের তাই ভয়ডরহীন ক্রিকেটই খেলতে হবে। হারানোর তো কিছু নেই। আমাদের শুধু দল হিসেবে উন্নতি করতে হবে।”

কার হাতে উঠবে ট্রফি? মর্গ্যান নাকি কোহালি? ছবি: পিটিআই।

ইংল্যান্ড দল নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারত অধিনায়ক বলেছেন, “জোস বাটলার যে ভাবে খেলছে, তাতে একেবারেই অবাক নই। এবার ও খেলার অনেক সুযোগ পাচ্ছে। শুরুতে নামছে। ও সেই সুযোগ দু’হাতে আঁকড়ে ধরেছে। ওঁর খেলা দেখতেও ভালো লাগে।” প্রসঙ্গত, সদ্য অস্ট্রেলিয়াকে দাপটের সঙ্গে হারিয়েছে ইংল্যান্ড। যা আত্মবিশ্বাস বাড়াচ্ছে তাদের।

সফর শুরুর আগে ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তবে ভারতীয় দল তা নিয়ে ভাবছে না। কোহালি বলেছেন, “আকাশ পরিষ্কার দেখাচ্ছে। আমরা ভিজে ও স্যাঁতসেঁতে কন্ডিশনে বিশেষ খেলিনি। তবে যাঁরা কাউন্টি ক্রিকেট খেলেছে, সেই চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা রীতিমতো সাফল্য পেয়েছে। ওঁরা অনেক কিছু শিখেছে, যা কাজে আসবে।”

আরও পড়ুন: কোহালির মহড়ায় আকর্ষণ রিভার্স সুইপ

আরও পড়ুন: আর্জেন্টিনা জাতীয় দল থেকে বাদ দেওয়া উচিত যাঁদের​

ভারতের প্রথম এগারো কী হবে? কোহালি দল নিয়ে ধোঁয়াশা রাখছেন। নমনীয় থাকার কথাও বলছেন। চমক দেওয়ার ইঙ্গিতও দিচ্ছেন। পরীক্ষা-নিরীক্ষার কথাও শুনিয়েছেন। কোহালি বলেছেন, “নিজেদের খেলা খেলতে চাইব। ফলাফলের তো নিশ্চয়তা দেওয়া যায় না। তবে জেতার মানসিকতা ধরে রাখতে পারলে অধিনায়ক হিসেবে গর্বিত বোধ করব। দক্ষিণ আফ্রিকায় প্রথম দুই টেস্ট হেরে যাওয়ার পর আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। সেই মানসিকতাই দেখাতে চাইব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India's England Tour Virat Kohli India Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE