Advertisement
E-Paper

জিততে মরিয়া কলকাতার জোড়া অস্বস্তি

আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে যে টিমকে হারিয়েছিল, সেই নর্থইস্ট এফসি-কে হারিয়েই ঘরের মাঠে আবার জয়ের সরণিতে ফিরতে চাইছে আটলেটিকো দে কলকাতা। কিন্তু মঙ্গলবার জন আব্রাহামের দলের বিরুদ্ধে খেলতে নামার আটচল্লিশ ঘণ্টা আগেই যে অস্বস্তি হাবাসের টিমে! অস্বস্তি এক: কেভিন লোবো! অস্বস্তি দুই: ফিকরু তেফেরা! চোটের জন্য আইএসএল থেকে আগেই ছিটকে গিয়েছেন দলের অন্যতম ডিফেন্ডার ডেঞ্জিল ফ্রাঙ্কো।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ০২:২৫
অন্য ভুবনে। আটলেটিকোর প্র্যাকটিসে যৌনকর্মীদের সন্তানরা। ছবি: শঙ্কর নাগ দাস

অন্য ভুবনে। আটলেটিকোর প্র্যাকটিসে যৌনকর্মীদের সন্তানরা। ছবি: শঙ্কর নাগ দাস

আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে যে টিমকে হারিয়েছিল, সেই নর্থইস্ট এফসি-কে হারিয়েই ঘরের মাঠে আবার জয়ের সরণিতে ফিরতে চাইছে আটলেটিকো দে কলকাতা। কিন্তু মঙ্গলবার জন আব্রাহামের দলের বিরুদ্ধে খেলতে নামার আটচল্লিশ ঘণ্টা আগেই যে অস্বস্তি হাবাসের টিমে!

অস্বস্তি এক: কেভিন লোবো!

অস্বস্তি দুই: ফিকরু তেফেরা!

চোটের জন্য আইএসএল থেকে আগেই ছিটকে গিয়েছেন দলের অন্যতম ডিফেন্ডার ডেঞ্জিল ফ্রাঙ্কো। এ বার আশঙ্কা গোয়া এফসি ম্যাচের জোড়া গোলদাতা কেভিন লোবোকে নিয়ে। টিম সূত্রের খবর, লোবোকে এই টুর্নামেন্টেই আর দেখতে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত জানা যাবে ২৫ নভেম্বর তাঁর এমআরআই রিপোর্ট হাতে আসার পর।

ডিফেন্সে অর্ণব-হোসেমিদের দুরন্ত পারফরম্যান্সে ডেঞ্জিলের অভাব এখনও টের পাওয়া না গেলেও লোবোর অনুপস্থিতি নিয়ে প্রবল চিন্তায় দল। কেন না ফিকরুর গোল নষ্টের খেসারতে এই মুহূর্তে বিপর্যস্ত কলকাতার আক্রমণ। এই অবস্থায় লোবোর চোটে আরও এক জন ফিনিশারের অভাব দলে টের পাওয়া যাবে বলে ভাবছে কলকাতা।

রবিবার টিম হোটেলে হোফ্রে স্বীকারও করে নিলেন, “আমরা যে খুব খারাপ খেলছি, সেটা বলা যাবে না। সমস্যাটা হচ্ছে, আমরা ফিনিশ করতে পারছি না। যার জন্য গোল আসছে না।”

হয়তো সে জন্য এ দিন টিমের বিপণনের কাজে হোফ্রে-ফিকরুরা ব্যস্ত থাকলেও কোচ হাবাসের ক্লাস থেমে থাকেনি। সকালে এক মোবাইল সংস্থার বিপণন অনুষ্ঠান এবং বিকেলে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানের মাঝেও হাবাসের ক্লাসে নর্থইস্ট এফসি-র কাটাছেঁড়া চলল জোরকদমে। সেখানে কখনও দেখানো হল, কাপদেভিয়াদের পুরনো ম্যাচের সিডি। কখনও নিজেদের সিনিয়রদের সঙ্গে আলাদা করে আলোচনা বিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে। হোফ্রে বলছিলেন, “মঙ্গলবার মাঠে আমাদের সতর্ক থাকতে হবে। কেননা এক মাস আগের নর্থইস্ট আর এখনকার নর্থইস্টের মধ্যে অনেক পার্থক্য।” এর মধ্যেই আবার টিম কর্তৃপক্ষকে না জানিয়ে বেঙ্গালুরুতে অফিস টুর্নামেন্ট খেলতে যাওয়ায় মহম্মদ রফিককে শো-কজ করেছে আটলেটিকো। জানানো হয়েছে টুর্নামেন্ট সংগঠকদেরও।

এ দিকে, এ দিন বিকেলে দুর্বার স্পোর্টস অ্যাকাডেমির ৬০ জন ফুটবলারের হাতে আটলেটিকোর মেডিকেল পার্টনার হাসপাতালের হেলথ কার্ড তুলে দেওয়া হয়। যেখানে হাজির ছিলেন আটলেটিকোর অন্যতম মালিক উত্‌সব পারেখ। পরে খুদে ফুটবলাররা অনুশীলনও করেন গার্সিয়াদের সঙ্গে। ততক্ষণে গার্সিয়াদের মঙ্গলবারের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড কলকাতায় পৌঁছে গিয়েছে।

সমস্যায় লাল-হলুদ: ফেড কাপে চতুর্থ বিদেশিকে না পাওয়া নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল। কেভিন লোবো এবং রবার্টের চোট নিয়েও চিন্তা লাল-হলুদে। দু’জনেরই চোট সারতে সময় লাগবে। স্বভাবতই ফেড কাপে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া নিয়ে চিন্তায় আর্মান্দো কোলাসো। টিমের চতুর্থ বিদেশি মিলান সুসাককেও পাওয়া যাবে না ফেড কাপে। ফলে চিন্তা বেড়েছে ইস্টবেঙ্গল শিবিরের।

ISL atletico de kolkata urge to win north east fc sports news online sports news kolkata's problem football kolkata's some problem want win
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy