Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভলিবল কোর্টেও ভয়ঙ্কর ডিকা

মিজ়োরামের লুংলাই শহরে জন্ম ডিকার। শৈশবে ফুটবলের চেয়ে ভলিবলই বেশি প্রিয় ছিল তাঁর। ভেংলাই সরকারি হাইস্কুলের ভলিবল দলের অধিনায়ক ছিলেন তিনি। সেরা অস্ত্র ছিল শক্তিশালী স্ম্যাশ।

চমক: ফিটনেস বাড়াতে ভলিবল কোর্টে লালরিনডিকা। নিজস্ব চিত্র

চমক: ফিটনেস বাড়াতে ভলিবল কোর্টে লালরিনডিকা। নিজস্ব চিত্র

শুভজিৎ মজুমদার
শেষ আপডেট: ১৬ মে ২০১৯ ০৪:৫১
Share: Save:

তাঁর বাঁ পায়ের বাঁক খাওয়ানো ফ্রি-কিক গোলরক্ষকদের কাছে আতঙ্ক। কে জানত, সেই লালরিনডিকা রালতে ভলিবল কোর্টেও একই রকম ভয়ঙ্কর। ফুটবলার না হলে হয়তো ভলিবল খেলোয়াড়ই হতেন ইস্টবেঙ্গল মাঝমাঠের অন্যতম ভরসা!

মিজ়োরামের লুংলাই শহরে জন্ম ডিকার। শৈশবে ফুটবলের চেয়ে ভলিবলই বেশি প্রিয় ছিল তাঁর। ভেংলাই সরকারি হাইস্কুলের ভলিবল দলের অধিনায়ক ছিলেন তিনি। সেরা অস্ত্র ছিল শক্তিশালী স্ম্যাশ। আন্তঃস্কুল প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন করেছিলেন স্কুলকে। কিন্তু ১২ বছর বয়সে হঠাৎ-ই ভলিবলকে বিদায় জানিয়ে ফুটবল বেছে নেন ডিকা। যোগ দেন কলকাতায় আইএফএ অ্যাকাডেমিতে।

ভলিবল ছাড়লেন কেন? বুধবার লুংলাই থেকে ফোনে ডিকা শোনালেন তাঁর ফুটবলার হওয়ার কাহিনি। বললেন, ‘‘স্কুলের হয়ে ভলিবল ও ফুটবল দু’টোই খেলতাম। তবে ভলিবল বেশি ভাল খেলতাম বলে স্কুল দলের অধিনায়ক ছিলাম। খুব সম্ভবত ২০০৩ সাল। আন্তঃস্কুল প্রতিযোগিতায় ভলিবলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তার পরে ফুটবলে খেতাব জয়ের লক্ষ্যে আইজ়লে খেলতে গিয়েছিলাম। কিন্তু ফাইনালে হেরে যাই।’’ তিনি যোগ করলেন, ‘‘সেই সময় প্রতিশ্রুতিমান ফুটবলার বাছতে আইজ়ল এসেছিলেন আইএফএ অ্যাকাডেমির এক নির্বাচক। ম্যাচ হেরে যখন মন খারাপ করে বসে আছি, তখন তিনি আমাকে কলকাতায় আইএফএ অ্যাকাডেমিতে ট্রায়াল দেওয়ার প্রস্তাব দিলেন। বুঝতে পারছিলাম না কী করব। কারণ, কলকাতায় যাওয়া মানে ভলিবল ছাড়তে হবে। সারা রাত ভাবলাম। শেষ পর্যন্ত ফুটবলকেই বেছে নিলাম।’’ কেন? লাল-হলুদ তারকার ব্যাখ্যা, ‘‘মিজ়োরামে ফুটবল সব চেয়ে জনপ্রিয়। সারা বছর ধরে প্রচুর প্রতিযোগিতা হয়। ভলিবলের প্রতিযোগিতা বছরে মাত্র দু’টো। তাই কিছুটা অনিচ্ছা সত্ত্বেও ফুটবলার হওয়ার সিদ্ধান্ত নিলাম।’’ ডিকা আরও বললেন, ‘‘মিজ়োরাম থেকে ট্রায়াল দিতে কলকাতায় এগারো জন গিয়েছিলাম। সুযোগ পাই চার জন। শুরু হল ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার নতুন লড়াই।’’

ভলিবলকে অবশ্য পুরোপুরি বিদায় জানাননি ডিকা। ছুটিতে বাড়ি ফিরলেই বন্ধুদের সঙ্গে নেমে পড়তেন কোর্টে। সেই সময় কোনও প্রতিযোগিতা থাকলে খেলতেন। এখনও ছবিটা বদলায়নি। মরসুম শেষ হওয়ার পরে মিজ়োরাম ফিরেই নেমে পড়েছেন ভলিবল প্রতিযোগিতায়। দলকে চ্যাম্পিয়নও করেছেন। হাসতে হাসতে ডিকা বলছিলেন, ‘‘এক দিনও অনুশীলন করার সময় পাইনি। সরাসরি কোর্টে নেমে পড়ি।’’ সমস্যা হয়নি? ‘‘না, ভলিবলে দক্ষতা আমার জন্মগত। আমি খেলি স্পাইকার পোজিশনে। আমার কাজ, নেটের সামনে লাফিয়ে উঠে স্ম্যাশ করা। এর জন্য দুর্দান্ত ফিটনেস দরকার। তাই আমার কোনও সমস্যা হচ্ছে না।’’

ভলিবলের পাশাপাশি ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নামছেন ডিকা। বললেন, ‘‘ব্যাডমিন্টন আমি খেলি ফিটনেস বাড়ানোর জন্য। অনুশীলনের শেষ দিন ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদার সতর্ক করে বলেছিলেন, ছুটিতে যেন শরীরের ওজন না বেড়ে যায়। কী ধরনের খাবার খেতে হবে তা-ও বলে দিয়েছিলেন। তাই ব্যাডমিন্টন খেলছি।’’

ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনেও খেতাব জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এ বার ডিকার লক্ষ্য ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করা। গত মরসুমের অধিনায়ক বললেন, ‘‘আই লিগ জিততে না পারাটা দুর্ভাগ্য। আশা করছি, এ বার ছবিটা বদলাতে পারব।’’ নতুন মরসুমের প্রস্তুতির মধ্যেই ডিকার উদ্বেগ বাড়াতে পারে লালরাম চুলোভাকে নিয়ে জল্পনা। লাল-হলুদ ডিফেন্ডারকে নেওয়ার জন্য নাকি আগ্রহী মোহনবাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE