Advertisement
১৭ মে ২০২৪
Lionel Messi

বার্সা ছাড়তে চান মেসি, সাংবাদিকের দাবিতে জোর জল্পনা

মেসি নাকি ক্লাব ছাড়ার ব্যাপারে মানসিক দিক থেকে একপ্রকার তৈরি।

বার্সার পুরনো গৌরব মেসির একার পক্ষে ফেরানো আর সম্ভব নয়। —ফাইল চিত্র।

বার্সার পুরনো গৌরব মেসির একার পক্ষে ফেরানো আর সম্ভব নয়। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বার্সেলোনা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২০ ১৯:২২
Share: Save:

প্রিয় বার্সা ছাড়তে চাইছেন লিওনেল মেসি। সে রকম খবরই দিয়েছেন ব্রাজিলীয় সাংবাদিক মার্সেলো বেকলার। গত বছরই আর্জেন্তাইন মহানায়ককে নিয়ে শোনা গিয়েছিল, ২০২১ সালে তিনি বার্সেলোনা ছাড়তে পারেন। কিন্তু এ বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পরে মেসি নাকি ক্লাব ছাড়ার ব্যাপারে মানসিক দিক থেকে একপ্রকার তৈরি।

বায়ার্নের কাছে হারের পরে প্রমাণ হয়ে গিয়েছে আগের সেই সব দিন পিছনে ফেলে এসেছে বার্সেলোনা। জাভি-ইনিয়েস্তার মতো মাঝমাঠের রাজারা বুট জোড়া তুলে রেখেছেন। তাঁদের বিকল্প হিসেবে উঠে আসেননি কেউ। একা মেসির পক্ষে বার্সেলোনার আগের সেই গৌরব ফেরানো আর সম্ভব নয়। ‘এলএম টেন’ এটা আগেই বুঝে গিয়েছেন। আর সেই কারণেই হয়তো দল ছাড়ার জন্য তিনি তৈরি।

টুইটারে এক ভিডিয়োয় মার্সেলো বলেছেন, ‘‘বার্সেলোনাকে মেসি জানিয়ে দিয়েছে, এই গ্রীষ্মেই ও ক্লাব ছাড়তে চায়। ক্লাব ভালো দল তৈরি করবে এমন কোনও পরিকল্পনা থাকলে সিদ্ধান্ত বদলালেও বদলাতে পারে মেসি।’’ মার্সেলো জানাচ্ছেন, ক্লাব ছাড়ার এমন ইচ্ছা এর আগে মেসির মধ্যে দেখা যায়নি। যদিও বার্সার তরফ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

আরও পড়ুন: শরীরে বাসা বেঁধেছে ক্যানসার, এমসে ভর্তি আইলিগজয়ী সুরজিৎ বসু

এ দিকে বার্সার বিপর্যয়ের পরে দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন কোচ সেতিয়েন। বার্সার প্রেসিডেন্ট বার্তোমিউও ইঙ্গিত দিয়েছিলেন আগামী কয়েকদিনের মধ্যেই ক্যাটালান ক্লাবে পরিবর্তন হবে। বার্তোমিউ এ দিন জানিয়ে দেন, সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে। তাঁর জায়গায় হয়তো দেখা যাবে প্রাক্তন ডাচ ফুটবলার রোনাল্ড কোম্যানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE