Advertisement
E-Paper

গম্ভীরের নতুন ইনিংস, যোগ দিলেন বিজেপিতে, হতে পারেন প্রার্থীও

বেশ কিছুদিন ধরেই রাজধানীতে গম্ভীরকে নিয়ে চর্চা চলছিল। প্রাক্তন ওপেনার নয়াদিল্লি কেন্দ্রে প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক মহলে ফিসফাস শোনা যাচ্ছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ১২:৪৫
নতুন ইনিংস শুরু করলেন গম্ভীর। ছবি: এএনআই।

নতুন ইনিংস শুরু করলেন গম্ভীর। ছবি: এএনআই।

জল্পনা-কল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর। শুরু হল রাজনীতির ইনিংস। শুক্রবার বিজেপির সদর দপ্তরে অর্থমন্ত্রী অরুণ জেটলি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে স্বাগত জানালেন প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে। কীর্তি আজাদ, নভজ্যোৎ সিংহ সিধু, মহম্মদ আজহারউদ্দিনের মতোই আরও এক ক্রিকেটার এলেন সক্রিয় রাজনীতিতে।

বেশ কিছুদিন ধরেই রাজধানীতে গম্ভীরকে নিয়ে চর্চা চলছিল। প্রাক্তন ওপেনার নয়াদিল্লি কেন্দ্রে প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক মহলে ফিসফাস শোনা যাচ্ছিল। নয়াদিল্লি কেন্দ্রের বর্তমান সাংসদ হলেন মীনাক্ষী লেখি। কিন্তু গম্ভীরের বাড়ি দিল্লির রাজেন্দ্র নগরে। যা আবার এই কেন্দ্রের মধ্যেই পড়ে। নির্বাচনী লড়াইয়ে যা তাঁর পক্ষে যাবে বলে মনে করা হচ্ছে।

২০১৪ সালের লোকসভা ভোটে পঞ্জাবের অমৃতসর কেন্দ্রে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন গৌতম গম্ভীর। যদিও সেই প্রচারের ফলাফল ইতিবাচক হয়নি। কংগ্রেসের অমরিন্দর সিংহের কাছে হারতে হয়েছিল জেটলিকে। তখন থেকেই জল্পনা শুরু হয় যে, বিজেপিতে যোগ দিচ্ছেন গম্ভীর। আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে তা নিয়ে অবশ্য গত পাঁচ বছর ধরে চর্চা চলেছে। এ বার লোকসভা ভোটের আগে ফের সেই জল্পনা জোরদার হয়েছিল।

আরও পড়ুন: গাঁধীনগর থেকে আডবাণীকে সরিয়ে প্রার্থী অমিত, ‘মার্গদর্শক’ বিদায়ে কটাক্ষ কংগ্রেসের

আরও পড়ুন: নাগরকোটি, মাভির পর ছিটকে গেলেন নর্তিয়ের, নাইট রাইডার্সে কারা আসতে পারেন পরিবর্তে

‘পদ্মশ্রী’ গম্ভীরের নানা পোস্ট থেকে এমন ইঙ্গিত মিলছিল আগেই। পুলওয়ামায় জঙ্গি হানার নিন্দা করে প্রচুর পোস্ট রয়েছে তাঁর টুইটারে। ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার অভিযানের সমর্থনেও রয়েছে একাধিক পোস্ট। এ ছাড়া আপ সরকারের সমালোচনা সংক্রান্ত পোস্টও তাঁর অ্যাকাউন্টে প্রচুর। রাজনৈতিক ভাবে তাঁর অবস্থান নিয়ে তাই কখনই সংশয় ছিল না।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Gautam Gambhir BJP Lok Sabha Election 2019
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy