টানা চারবার লিগ কাপ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি। অষ্টমবারের জন্য এই খেতাব জিতে নিল তারা। টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ৮২ মিনিটে আয়মেরিক লাপোর্তের গোলে জয় পেল তারা।
শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। তবে গোলের দরজা খুলতে যথেষ্ট বেগ পেতে হয় সিটিকে। কেভিন দ্য ব্রুইনের ফ্রিকিকে হুগো লরিস ফ্লাইট মিস করলে হেডে গোল করে যান লাপোর্তে।
সুযোগ এসে গিয়েছিল রিয়াদ মাহরেজের সামনেও। হুগো লরিস সে যাত্রায় বাঁচিয়ে দেন টটেনহ্যামকে। সুযোগ পেয়েছিলেন রহিম স্টার্লিং ও ফিল ফডেন। তবে গোল করতে ব্যর্থ হন তাঁরা।