Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মুক্তিযোদ্ধারাই আসল নায়ক, মনে করালেন মাশরাফি

বাংলাদেশ। মাত্র ১৬ কোটি বাসিন্দা। যাদের কাছে আবেগের চলতি ডাকনাম ক্রিকেট। বাউন্ডারি পার করে হাঁকিয়ে চার, ছয় হোক বা স্পিনের জাদুতে বিপক্ষকে দুরমুশ— ক্রিকেটাররাই এখন বাংলাদেশের মানুষেক কাছে বীরের সম্মান পাচ্ছেন। কিন্তু সবিনয়ে সে মোহ ভেঙে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ১৭:৪৪
Share: Save:

বাংলাদেশ। মাত্র ১৬ কোটি বাসিন্দা। যাদের কাছে আবেগের চলতি ডাকনাম ক্রিকেট। বাউন্ডারি পার করে হাঁকিয়ে চার, ছয় হোক বা স্পিনের জাদুতে বিপক্ষকে দুরমুশ— ক্রিকেটাররাই এখন বাংলাদেশের মানুষেক কাছে বীরের সম্মান পাচ্ছেন। কিন্তু সবিনয়ে সে মোহ ভেঙে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা।

মাশরাফি শুক্রবার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘‘আমাদের নিয়ে কিছু মোহ তৈরি হয়েছে। সেই মোহ আজ আমি ভেঙে দিতে চাই। আমরা এন্টারটেনার, বিনোদন দেওয়া আমাদের কাজ। আমরা নায়ক নই। সত্যিকারের নায়ক আমাদের মুক্তিযুদ্ধের বীর লড়াকুরা। জাতির জন্য আমরা এমন কিছু আত্মত্যাগ করি নি, যেটা করেছেন মুক্তি যোদ্ধারা। আমাকে ভুল বুঝবেন না। ক্রিকেটই সব কিছু নয়। আমরা শুধু এই জাতির মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাই।’’

মাশরাফির এই পোস্টে লাইক করেছেন বাংলাদেশি ছাড়াও উপমহাদেশের বহু মানুষ। তবে তাঁদের ওপর ভরসা করেই তো ক্রিকেট যুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাই ক্রিকেটারদেরও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বাঙালিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

facebook bangladesh cricket mashrafe bin mortaza
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE