হেনরি কিসেক্কাকে নিয়ে সমস্যায় মোহনবাগান। ভাইরাল জ্বর হওয়ার পর এখনও পুরোপুরি সুস্থ নন গোলের মধ্যে থাকা উগান্ডার ফুটবলার। তাঁর শরীরে জলের পরিমাণ কমে গিয়েছে। তা নিয়েই মূল সমস্যা। ডাক্তাররা তাঁকে টানা নব্বই মিনিট খেলাতে বারণ করেছেন। শুক্রবার বিকেলে অসুস্থতার জন্য অনুশীলনে আসেননি তিনি। রবিবার টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে শুরু থেকে হেনরিকে নামাবেন কি না বলতে পারেননি কোচ শঙ্করলাল চক্রবর্তী।
এমনিতে সবুজ মেরুনের রক্ষণের হাল খুবই খারাপ। ডিকা, হেনরিরা গোল পাচ্ছেন বলেই এখনও কলকাতা লিগে অপরাজিত রয়েছে সবুজ মেরুন। এরই মধ্যে আবার অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের জন্য জিতেন মুর্মু লিগে আর মাঠে নামতে পারছেন না। মোহনবাগানের যা পরিস্থিতি তাতে ডার্বির আগে তাদের চার নম্বর বিদেশি আসা কঠিন। এ দিকে লিগের দ্বিতীয় দফার সূচিতে ভেস্তে যাওয়া ইস্টবেঙ্গল-টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ দেওয়া হয়েছে ২৩ অগস্ট। সুভাষ ভৌমিকের দলের অন্য ম্যাচ পড়েছে রেনবো (২৬ অগস্ট), জর্জ টেলিগ্রাফ (২৯ অগস্ট), মোহনবাগান (২ সেপ্টেম্বর)। মোহনবাগানের খেলা পড়েছে পশ্চিমবঙ্গ পুলিশ (২৫ অগস্ট), এরিয়ান (৩০ অগস্ট), ইস্টবেঙ্গল (২ সেপ্টেম্বর)। মহমেডানের খেলা পড়েছে কাস্টমস (২৪ অগস্ট), পাঠচক্র (২৭ অগস্ট), পিয়ারলেস (৩১ অগস্ট)।