মোহনবাগান ১ (বলবন্ত)
চার্চিল ০
ইস্টবেঙ্গল পারেনি কিন্তু আই লিগ জয় দিয়েই শুরু করল গঙ্গাপারের ক্লাব। যদিও প্রথম ম্যাচে জিতলেও এখনই দল নিয়ে বলার সময় আসেনি। একে তো ম্যাচের একদিন আগে মাঠ নাটকে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল ক্লাব কর্তাদের। যদিও তার প্রভাব প্লেয়ারদের উপর পরার কথা নয়। সকলেই প্রায় বারাসত স্টেডিয়ামের টার্ফে খেলে অভ্যস্ত। যা সমস্যায় পড়তে হয়েছে সেটা সমর্থকদের। আই লিগের প্রথম ম্যাচে চেনা ছকেই দল সাজিয়েছিলেন বাগান কোচ সঞ্জয় সেন। ৪-৩-৩এ বলবন্ত, ডাফি, কেন লুইসের ত্রিফলা আক্রমণে শুরুতেই গোল তুলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। ঘরের মাঠে ওটাই আত্মবিশ্বাসের কাজ করেছিল। ২৮ মিনিটে উইং ধরে প্রীতম কোটালের দৌঁড় যেখানে গিয়ে থামল সেখান থেকে সেই মাপা ক্রসে বলবন্তের মাথার ছোট্ট টোকায় লেখা হয়ে গিয়েছিল বাগান-চার্চিল ম্যাচের কাহিনী।