তিনি সাংবাদিক সম্মেলন করেন না। সমস্ত নেট মাধ্যমে তিনি রয়েছেন। কিন্তু পোস্ট করার ধার ধারেন না। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। তবে আইপিএল করোনার জন্য বাতিল হওয়ার পর বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের সতীর্থ রবীন্দ্র জাডেজাকে নকল করছেন এমএস ধোনি।
ব্যাট হাতে অর্ধ শতরান কিংবা শতরান করলেই একেবারে রাজপুতের মেজাজে উল্লাস করেন জাড্ডু। এ বার চেন্নাই অধিনায়ককে সেই উল্লাসের নকল করতে দেখা গেল। চেন্নাই সুপার কিংস এমন ভিডিয়ো পোস্ট করেছিল। স্বভাবতই সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল।
তবে জাডেজাও কম যান না। তিনি আবার এই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘মাহি ভাই মজা করে নয়, ব্যাট হাতে এমন উল্লাস করতে হবে’।
ধোনিকে নিয়ে আবার খুনসুটি করেছেন জাডেজা।
S♾ord ⚔️ ft.Thala 🔥#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/fsO7lqMYRs
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) May 16, 2021