গত মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি গোয়ার যোগ্যতা অর্জনের নেপথ্যে মূল কারিগর ছিলেন তিনি। কিন্তু সেই সের্খিয়ো লোবেরা-কে আইএসএল শেষ হওয়ার আগেই ছেঁটে ফেলেছিলেন গোয়ার কর্তারা। এই মরসুমে তিনি মুম্বই সিটি এফসি-র দায়িত্বে।
লিগ পর্বের শেষ ম্যাচে এটিকে-মোহনবাগানকে হারিয়ে নাটকীয় ভাবে এশিয়ার সর্বোচ্চ লিগে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছেন বার্তোলোমেউ ওগবেচে-রা। এ বার লড়াই ফাইনালে ওঠার। আজ, শুক্রবার সপ্তম আইএসএলের প্রথম সেমিফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ গোয়া। পুরনো দলের বিরুদ্ধে প্রথম পর্বের দ্বৈরথে নামার আগে লোবেরা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘এই ম্যাচটা আমার কাছে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। খেলা ৯০ মিনিটের। কিন্তু আমার ছেলেরা ১৮০ মিনিট খেলার জন্য তৈরি।’’ তিনি যোগ করেছেন, ‘‘দলের সকলেই এই ম্যাচটা খেলার জন্য উত্তেজিত হয়ে রয়েছে। ওদের বলেছি, ফুটবল উপভোগ করো।’’ মুম্বই শিবিরে সুখবর, নির্বাসনমুক্ত হয়ে দলে ফিরছেন উগো বুমোস।
দু’দলের কাছেই এখনও পর্যন্ত আইএসএল ট্রফি অধরা। গোয়া দু’বার ফাইনালে উঠেও খালি হাতে ফিরেছে। মুম্বইয়ের দৌড় সেমিফাইনালেই থেমে গিয়েছিল দু’বার। এই মরসুমে দু’দলই মরিয়া খেতাব জিততে। সপ্তম আইএসএলে লিগ পর্বে প্রথম সাক্ষাতে মুম্বই ১-০ হারিয়েছিল গোয়াকে। দ্বিতীয় পর্বের ফল হয়েছিল ৩-৩।