স্ট্যান ওয়ারিঙ্কার ব্যাকহ্যান্ডটা নেটে জড়িয়ে যেতেই সটান কোর্টে শুয়ে পড়লেন তিনি। যে মাটির গন্ধ তাঁর রন্ধ্রে রন্ধ্রে। যে মাটিতে তিনি দাঁড়ালে একটাই আওয়াজ ওঠে— ‘সম্রাট’। ফাইনালে তাঁকে যেখানে কেউ কোনও দিন হারাতে পারেনি। রবিবারও ইতিহাস পাল্টাল না। রোলঁ গ্যারোজ তাঁর সম্রাটকে ইতিহাসে জায়গা করে দিল কাউকে অবাক না করেই। যেন এটাই প্রত্যাশিত ছিল। চব্বিশ ঘণ্টার মধ্যে ফরাসি ওপেনে এ যেন আর এক রূপকথা। সম্রাট ফিরে পেলেন তাঁর মুকুট দশ নম্বর ফরাসি ওপেন জিতে। তিনি— রাফায়েল নাদাল।
স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে স্ট্রেট সেটে হারিয়ে শুধু তিন বছর পরে গ্র্যান্ড স্ল্যাম জেতাই নয়, একটা গ্র্যান্ড স্ল্যাম দশ বার জেতার অনন্য নজির গড়লেন নাদাল। যাকে বলা হচ্ছে ‘লা দেসিমা’। যে নজির ওপেন যুগে আর কারও নেই। ফাইনালের ফল নাদালের পক্ষে ৬-২, ৬-৩, ৬-১।
‘‘লা দেসিমা করাটা ভীষণ ভীষণ স্পেশ্যাল অনুভূতি। আবেগে ভেসে যাচ্ছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা অসম্ভব,’’ চ্যাম্পিয়ন হওয়ার পরে বলেন নাদাল। সঙ্গে অবশ্য কেন রোলঁ গ্যারোজ তাঁর এত কাছের সেটাও বুঝিয়ে দিতে বলেন, ‘‘বিশ্বের অন্য টুর্নামেন্টগুলোর সঙ্গে ফরাসি ওপেনের তুলনা করা কঠিন। এখানে নামলে যে অনুভূতি হয়, অ্যাড্রিনালিনের যে ক্ষরণ হয়, সেটা অন্য কোথাও হয় না।’’