Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ জানুয়ারি ২০২২ ই-পেপার

India Olympics: নীরজ, সিন্ধুদের দেওয়া কথা রাখলেন প্রধানমন্ত্রী মোদী

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৬ অগস্ট ২০২১ ১৫:১৪
নীরজের সঙ্গে মোদী

নীরজের সঙ্গে মোদী
টুইটার

কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অলিম্পিক্স শুরু হওয়ার আগে পিভি সিন্ধুকে আইসক্রিম খাওয়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী, তা রাখলেন। নীরজ চুরমা, ফুচকা খেতে ভালবাসেন জানতে পেরে তাঁকেও চুরমা খাওয়ালেন মোদী

শুধু এই দু’জনকেই নয়, ভারতের অলিম্পিক্সে সফল সকলকেই সোমবার নিজের বাসভবনে ডেকে নেন মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতঃরাশ সারেন নীরজরা।

Advertisement

টোকিয়ো অলিম্পিক্সে ভারতকে একমাত্র সোনা এনে দিয়েছেন নীরজ। আশা জাগিয়েও ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সিন্ধুকে। ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাই চানু। রবি দাহিয়া, বজরং পুনিয়া, লভলিনা বড়গোহাঁইও ব্রোঞ্জ জিতেছেন। ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের পুরুষ হকি দলও।

মোট সাতটি পদক জিতেছে ভারত। এর আগে কখনোই এতবড় সাফল্য পায়নি ভারত।

আরও পড়ুন

Advertisement