চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি মেসি ও নেমার। ২০১১ সালে ক্লাব বিশ্বকাপে স্যান্টোস ও বার্সেলোনার সাক্ষাৎ হয়েছিল। সেই সময়ে দুই তারকার দেখা হয়েছিল।
এ বার আবার চ্যাম্পিয়ন্স লিগে দেখা হবে দু'জনের। চ্যাম্পিয়ন্স লিগের ড্র প্রকাশিত হওয়ার পরেই ব্রাজিলীয় তারকা ইনস্টাগ্রামে মেসির উদ্দেশে বার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, 'বন্ধু, আমাদের আবার দেখা হবে'। ১৭ ফেব্রুয়ারি বার্সা ও পিএসজি-র খেলা।
তার আগে নেমার পুরোদস্তুর সুস্থ হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে। লিয়ঁর বিরুদ্ধে ম্যাচে মারাত্মক চোট পেয়েছিলেন তিনি। স্ট্রেচার করে মাঠ ছেড়েছিলেন যন্ত্রণাকাতর নেমার। তবে প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে ব্রাজিলীয় তারকার পায়ের হাড়ে চিড় ধরেনি। এ বার অন্যান্য পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ফলাফল ঠিকঠাক থাকলে দ্রুতই মাঠে ফিরবেন তিনি।
Neymar on Instagram after news came that his PSG would face Messi's Barcelona: "We will see each other soon, friend." pic.twitter.com/6TaClhbo6e
— Luis Mazariegos (@luism8989) December 14, 2020
আর মেসি ও পুরনো ক্লাবের বিরুদ্ধে দেখা হলে অন্য এক নেমারকে যে দেখা যাবে তা বলাই বাহুল্য।