Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

নেমারকে ট্রোল না করে পাশে থাকার অনুরোধ তাঁর বাবার

দীর্ঘ চোট সারিয়ে বিশ্বকাপেই ফিরেছেন নেমার। প্রথম ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি। স্বার্থপর বলে তখন তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল। এ বার গোল করে দলকে জিতিয়েও কান্নার জন্য তোপের মুখে পড়তে হল নেমারকে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ১৭:৪৬
Share: Save:

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দল জেতার পর মাঠের মধ্যেই কেঁদে ফেলেছিলেন নেমার জুনিয়র। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে নেমারকে। এ বার নেমারের হয়ে পাশে থাকার প্রাথর্না জানালেন নেমারের বাবা। তিনি বলেন, ‘‘বন্ধুরা সোশ্যাল মিডিয়া কাউকে অপমান করা বন্ধ করা হোক। যদি তোমরা জুনিনহোকে (নেমার)সমথর্ন করো তা হলে ভাল মত করো।’’

দীর্ঘ চোট সারিয়ে বিশ্বকাপেই ফিরেছেন নেমার। প্রথম ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি। স্বার্থপর বলে তখন তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল। এ বার গোল করে দলকে জিতিয়েও কান্নার জন্য তোপের মুখে পড়তে হল নেমারকে। বিশ্বকাপের আসরে তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন শুরুর আগে থেকেই। সঙ্গে বিশ্বের সব থেকে দামী ফুটবলারদের মধ্য তিনি একজন।

গত শুক্রবার কোস্টা রিকার বিরুদ্ধে ২৬ বছরের প্যারিস সাঁজা স্ট্রাইকার ব্রাজিলকে ২-০ গোলে জিতিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। তবে তাঁর অল্প চ্যালেঞ্জেই পড়ে যাওয়া থেকে শুরু করে কান্না সব নিয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গের মুখে পড়তে হয়েছে তাঁকে। অনেকে তো এমনও প্রশ্ন তুলে দিয়েছে, যাতে নেমারকে দল থেকে বাদ দেওয়া হয়। সেখানে কেউ কেউ আবার এও লিখেছেন তাঁর ব্যবহারে বাকি দলের মনোসংযোগ নষ্ট হচ্ছে।

আরও পড়ুন
মেসিদের তাতাতে শিবিরে যেতে চান মারাদোনা

কোচ তিতে অবশ্য নেমারের পাশেই দাঁড়িয়ে বলেছেন, নেমার হল আলাদা প্রতিভা। যাঁর খেলা তত খুলবে যত টুর্নামেন্ট এগোবে। নেমারের বাবা সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘‘ওকে অপমান না করে সঠিক শব্দ ব্যবহার করা হোক। যেমন বিশ্বাস এবং প্রার্থণা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE