ফেডারেশন সবুজ সঙ্কেত দিলেও যুবভারতীতে এ বার আটলেটিকো দে কলকাতা-র ম্যাচ হচ্ছে না। বারাসত স্টেডিয়াম বা মোহনবাগান মাঠে হতে পারে এটিকে-র খেলা। কিন্তু সেটাও বেশ কঠিন। কারণ দু’টো মাঠেই এই টুর্নামেন্টের নিয়মানুযায়ী আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম নেই। নেই কোনও মিডিয়া সেন্টার, ভাল প্রেসবক্স। দর্শকদের স্বাচ্ছন্দ্য বলতেও কিছু নেই। সবই করতে হবে কলকাতা দলের কর্তাদের।
বৃহস্পতিবার শহরে এসেছিলেন আইএসএলের প্রতিনিধিরা। এটিকে কর্তাদের সঙ্গে তাঁরা ঘুরে দেখেন যুবভারতী এবং মোহনবাগান মাঠ। পরে দেখা করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। তিনি নিজের অবস্থানে অটল থাকেন। জানিয়ে দেন, পরের বছরের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের নানা কাজ চলছে। অক্টোবরে ম্যাচ করা সম্ভব নয়। তবে সেনাদের বলে ময়দানে মোহনবাগান মাঠে যাতে আইএসএলের ম্যাচ হয় সেই চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন মন্ত্রী। বাগান কর্তারাও চাইছেন তাঁদের মাঠে এটিকের ম্যাচ খেলা হোক। কিন্তু বাগানে যে কোনও কাজ করতে নামলে বাধা দেয় সেনাবাহিনী। সেটাই ভাবাচ্ছে এটিকে-কে। এ দিন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন বাগান সহ-সচিব সৃঞ্জয় বসু। শনিবার আবার শহরে আসার কথা আইএসএল কর্তাদের। তখনই বোঝা যাবে আইএসএল থ্রি-তে তাদের হোম ম্যাচ কোথায় খেলবে কলকাতা?