Advertisement
০১ মে ২০২৪
Roger Federer

বিধ্বংসী জোকোভিচ, দুরন্ত রজারও

ফেডেরারের লড়াই ছিল বিশ্বের ৪১ নম্বর ফিলিপ ক্রাজিনোভিচের বিরুদ্ধে। যিনি নোভাক জোকোভিচের দেশের খেলোয়াড়। তাঁকে হারাতে ফেডেরার নিলেন ৯২ মিনিট।

দাপট: চেনা ছন্দে কিংবদন্তিরা। টেনিস মরসুম শুরুর গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচ, ফেডেরার অনায়াসে উঠলেন তৃতীয় রাউন্ডে। এএফপি, রয়টার্স

দাপট: চেনা ছন্দে কিংবদন্তিরা। টেনিস মরসুম শুরুর গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচ, ফেডেরার অনায়াসে উঠলেন তৃতীয় রাউন্ডে। এএফপি, রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০৪:০০
Share: Save:

গত বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবং সুইস মহাতারকা রজার ফেডেরারকে অস্ট্রেলীয় ওপেনের তৃতীয় রাউন্ডে উঠতে বিশেষ পরিশ্রম করতে হল না। পাশাপাশি মেয়েদের সিঙ্গলসে সেরিনা উইলিয়ামস ও ১৫ বছর বয়সি মার্কিন তারকা কোকো গফও তৃতীয় রাউন্ডে উঠেছেন। তবে কোকোকে প্রবল লড়াই করতে হল। যে ম্যাচের পরে কোকোর প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং সেরিনাও।

ফেডেরারের লড়াই ছিল বিশ্বের ৪১ নম্বর ফিলিপ ক্রাজিনোভিচের বিরুদ্ধে। যিনি নোভাক জোকোভিচের দেশের খেলোয়াড়। তাঁকে হারাতে ফেডেরার নিলেন ৯২ মিনিট। ফল ৬-১, ৬-৪, ৬-১। গত বার ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া জোকোভিচও জিতলেন স্ট্রেট সেটে। ওয়াইল্ড কার্ড নিয়ে নামা জাপানের তাতসুমা ইতোকে তিনি হারান ৬-১, ৬-৪, ৬-২। ৩২ বছর বয়সি জোকোভিচ জীবনের ১৭ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নেমেছেন এ বার। পরের রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ জাপানেরই ইয়োশিতো নিশিকোতা। তিনি ব্রিটেনের এক নম্বর ড্যান ইভান্সকে হারান। সার্ভিসের ধার বাড়াতে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন গোরান ইভানিসেভিচের সাহায্য নিচ্ছেন জোকোভিচ। তাঁর পরামর্শ যে কাজে লাগছে সেটা জোকোভিচের খেলা থেকেই পরিষ্কার। এ দিন তিনি ১৬টি এস সার্ভিস করেন। ‘‘আমার সার্ভিস দারুণ কাজে আসছে প্রথম, দ্বিতীয় রাউন্ডে। মরসুম শুরুর আগে আরও নিখুঁত সার্ভিস করতে অনেক পরিশ্রম করেছি,’’ বলেন জোকোভিচ। ফেডেরারের তৃতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বী জন মিলম্যান। যে ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘‘জন দারুণ ফিট। ম্যাচটা সহজ হবে না।’’

সেরিনা ৬-২, ৬-৩ জেতেন তামারা জ়িদানসেকের বিরুদ্ধে। তাঁকে লড়তে হয় প্রায় এক ঘণ্টা ১৮ মিনিট। পাশাপাশি মেয়েদের এক নম্বর অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টিও তৃতীয় রাউন্ডে উঠেছেন। তিনি স্লোভেনিয়ার পোলোনা হারকগকে উড়িয়ে দেন ৬-১, ৬-৪। তবে লড়াই করতে হয় কোকোকে। তিনি ৪-৬, ৬-৩, ৭-৫ হারান সোরানা ক্রিস্টিকে। মার্কিন তরুণীকে নিয়ে পরে সেরিনা বলেন, ‘‘ব্যক্তিত্ব হোক বা পারফরম্যান্স, সব দিক থেকেই কোকো দুরন্ত। ও কোর্টে যে রকম দক্ষতা দেখাচ্ছে ১৫ বছর বয়সে আমি তার ধারেকাছে ছিলাম না।’’

ভারতীয় সমর্থকদের জন্য খারাপ খবর, সানিয়া মির্জা মিক্সড ডাবলস থেকে সরে দাঁড়িয়েছেন পায়ের পেশিতে চোটের জন্য। তবে ডাবলসে খেলবেন তিনি। আজ, বৃহস্পতিবার তিনি ডাবলস ম্যাচে নামবেন ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটিতে। সানিয়ার খেলার কথা ছিল রোহন বোপান্নার সঙ্গে। তিনি সরে দাঁড়ানোয় বোপান্না জুটি বাঁধবেন কিচেনকের সঙ্গে। লিয়েন্ডার পেজও মিক্সড ডাবলসে নামবেন জেলেনা অস্তাপেঙ্কোর সঙ্গে জুটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Novak Djokovic Roger Federer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE