আইপিএলের প্রথম ১০ বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন হরভজন সিংহ। তার পর থেকে তিনি চেন্নাই সুপার কিংসের সদস্য। প্রশ্ন উঠছে, বর্ষীয়ান অফস্পিনার আর কত দিন আইপিএলে খেলবেন, তা নিয়ে। ঘরোয়া ক্রিকেটে দেখা যায় না তাঁকে।
৪০ বছর বয়সি হরভজন খেলেছেন ১০৩ টেস্ট ও ২৩৬ ওয়ানডে। ২২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি নিয়েছেন ২৩৫ উইকেট। ইকনমি রেট সাতেরও নীচে। অবসর নিয়ে সম্ভাব্য জল্পনা উড়িয়ে দিয়ে ভাজ্জি বলেছেন, “যদি ফিল্ডিংয়ের সময় পায়ের ফাঁক দিয়ে বা হাঁটুর পাশ দিয়ে বল বেরিয়ে যায়, তবে বয়সের কথা উঠতে পারে। বলা যেতেই পারে যে, আগের মতো ক্ষিপ্রতা দেখা যাচ্ছে না। আপনারা যদি দেশের সেরা তরুণদের বিরুদ্ধে আমাকে স্কিলের পরীক্ষায় নামাতে চান, কোনও অসুবিধা নেই। আমি লড়তে রাজি।”
তিনি যে সেরাদের সঙ্গেই লড়তে চান, সেটা স্পষ্ট করে দিয়েছেন হরভজন। তাঁর কথায়, “জাতীয় দলের হয়ে প্রায় ৮০০ দিন খেলেছি। আমি অনেক সাফল্য পেয়েছি। কারও দয়া চাই না। আর হ্যাঁ, যদি স্কিলের পরীক্ষা হয়, দেশের সেরাদের নিয়ে আসুন। আমি এখনও প্রস্তুত।”