২৩ ডিসেম্বর। ভারতীয় ক্রিকেটের এক উল্লেখযোগ্য দিন। কারণ, এই দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আবার, এই দিনেই একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন সচিন তেন্ডুলকর।
২০০৪ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয়েছিল ধোনির। তবে অভিষেক সুখের হয়নি। কোনও রান না করে ফিরতে হয়েছিল ধোনিকে। হয়েছিলেন রান আউট। খেলেছিলেন মাত্র ১ বল।
সেই ম্যাচ ১১ রানে জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। প্রথমে ব্যাট করে মহম্মদ কাইফের ৮০ ও রাহুল দ্রাবিড়ের ৫৩ রানের সুবাদে ভারত ৮ উইকেট হারিয়ে তুলেছিল ২৪৫। জবাবে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে থামে ২৩৪ রানে। ভারতের শ্রীধরন শ্রীরাম নেন ৩ উইকেট। ম্যাচের সেরা হন কাইফ।