Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নয়া নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন সিন্ধু

পাশাপাশি আসন্ন মরসুমে ঠাসা সূচি নিয়ে প্রশ্ন করা হলে সিন্ধু বলেন, ‘‘সূচি তো ঘোষণা করা হয়ে গিয়েছে। তাই আমরা খেলোয়াড়রা তো বলতে পারব না যে, খেলব না। নিশ্চিত ভাবে খুব কঠিন সূচি।

তারকা: সার্ভিসের নতুন নিয়মে সমস্যা নেই সিন্ধুর। ছবি:পিটিআই

তারকা: সার্ভিসের নতুন নিয়মে সমস্যা নেই সিন্ধুর। ছবি:পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৫
Share: Save:

কয়েক মাস আগেই বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা জানিয়ে দিয়েছিল আগামী মরসুম থেকে সার্ভিস করার ক্ষেত্রে নতুন নিয়ম আনা হচ্ছে। যা পরীক্ষামূলক ভাবে চালু হবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে। কিন্তু যে টুর্নামেন্টকে বাছা হয়েছে এই পরীক্ষা করার জন্য তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন
পুসারলা বেঙ্কট সিন্ধু।

প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের লড়াইয়ে এ বার সিন্ধুরা গুয়াহাটির পরে নামবেন নয়াদিল্লিতে। সেই লড়াইয়ে নামার আগে মঙ্গলবার সিন্ধু সাংবাদিকদের বলেন, ‘‘আমার মনে হয় সার্ভিসে যে নতুন নিয়ম আনা হচ্ছে তার জন্য অন্য কোনও সময় বেছে নেওয়া যেত। অল ইংল্যান্ড টুর্নামেন্টের বদলে হয়তো অন্য কোনও টুর্নামেন্টে। কারণ এই টুর্নামেন্টটা সবার জন্যই খুব সম্মানের।’’

নতুন নিয়মটা কী?

সার্ভিস করার ক্ষেত্রে মাটি থেকে শাটল ১.১৫ মিটারের মধ্যে রাখতে হবে। রিও অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় তারকার নিজের সার্ভিসের ক্ষেত্রে এই নতুন নিয়ম আনা হলে কোনও সমস্যা হবে কি না জানতে চাইলে সিন্ধু বলেন, ‘‘আমি নতুন নিয়ম মেনে সার্ভিস প্র্যাকটিস করছি। আমার সমস্যা হবে না। শুধু প্র্যাকটিস করতে হবে আরও।’’

পাশাপাশি আসন্ন মরসুমে ঠাসা সূচি নিয়ে প্রশ্ন করা হলে সিন্ধু বলেন, ‘‘সূচি তো ঘোষণা করা হয়ে গিয়েছে। তাই আমরা খেলোয়াড়রা তো বলতে পারব না যে, খেলব না। নিশ্চিত ভাবে খুব কঠিন সূচি। তা ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসও রয়েছে। আমি বেছে বেছে টুর্নামেন্ট খেলব। এ ব্যাপারে কোচের সঙ্গে বসে এ ব্যাপারে পরিকল্পনা করতে হবে।’’

তবে কয়েক জন খেলোয়াড় টেনিসের মতো ব্যাডমিন্টনে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট করার কথা বললেও সিন্ধু কিন্তু মনে করেন এক এক জন খেলোয়াড়ের ক্ষেত্রে এক একটা টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ হতেই পারে। সেটা খেলোয়াড়ের উপর নির্ভর করবে কোন টুর্নামেন্টকে কতটা গুরুত্ব দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P V Sindhu Badminton All England Championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE