ভারতীয়দের কটাক্ষ করে পুরনো টুইট ভেসে ওঠায় বিপদে পড়ে গিয়েছেন অইন মর্গ্যান এবং জস বাটলার। দু’জনেই দীর্ঘদিন ধরে আইপিএল-এ খেলছেন। তাই আগামী সেপ্টেম্বরে আইপিএল-এর দ্বিতীয় পর্বে তাঁদের ভবিষ্যৎ কী হতে চলেছে তা এখনও অজানা। শুধু তাই নয়, কেকেআর-এর কোচ ব্রেন্ডন ম্যাকালামকেও দেখা গিয়েছে ভারতীয়দের কটাক্ষ করতে।
ভারতীয় ইংরেজি বলার ধরন এবং অনাবশ্যক ‘স্যর’ বলাকে কটাক্ষ করে বছর দুয়েক আগে বাটলার এবং মর্গ্যান মজায় মেতেছিলেন। বোর্ডের এক কর্তা অবশ্য মনে করছেন, এই দুই ক্রিকেটার দ্বিতীয় পর্বে খেলতে না আসলে মুখ বাঁচবে তাঁদের আইপিএল দল কলকাতা এবং রাজস্থানের।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই বোর্ডকর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “আইপিএল এতদিন ওরা খেলে টাকা কামাচ্ছে। আর তাঁরাই কিনা ভারতীয়দের কটাক্ষ করছে। এই পোস্টকে লোকে পাত্তা না-ই দিতে পারে। কিন্তু ভারতীয়দের সম্পর্কে ওদের ধারণা কী সেটা পরিষ্কার বোঝা গিয়েছে। রাজস্থান এবং কেকেআর দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতি আসতে চলেছে।”