Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Tennis

French Open: ফরাসি ওপেনে একই অর্ধে রাফা ও নোভাক

কতটা ভালবাসেন তাঁরা খেলাটাকে।’’ জোকোভিচের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ জাপানের ইয়োশিহিতো নিশিয়োকা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২২ ০৭:২৮
Share: Save:

গত বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, ১৩ বারের জয়ী রাফায়েল নাদাল এ বার ফরাসি ওপেনের ড্র-এ একই অর্ধে আছেন। ফলে তাঁরা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারেন।

এ ছাড়া ক্লে-কোর্টের গ্র্যান্ড স্ল্যামে যাঁকে নিয়ে আগ্রহ তুঙ্গে সেই স্পেনের কার্লোস আলকারাজ়ও দুই কিংবদন্তির সঙ্গে একই অর্ধে আছেন। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ বছর বয়সি উঠতি তারকা সেমিফাইনালে শীর্ষবাছাই নোভাক অথবা পঞ্চম বাছাই রাফার সামনে পড়তে পারেন। ফরাসি ওপেনের আগে মাদ্রিদ ওপেনে নাদাল এবং জোকোভিচকে পরপর হারিয়েছেন আলকারাজ়। যিনি ষষ্ঠ বাছাই হিসেবে এ বার নামবেন।

ড্র অনুষ্ঠানে নোভাক বলেছেন, ‘‘এত দশর্ক কোয়ালিফায়ার আর প্র্যাক্টিস দেখতে আসছেন, দারুণ লাগছে। এতেই বোঝা যায় টেনিসের অভাব কতটা অনুভব করছিলেন দর্শকেরা। কতটা ভালবাসেন তাঁরা খেলাটাকে।’’ জোকোভিচের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ জাপানের ইয়োশিহিতো নিশিয়োকা। চতুর্থ রাউন্ডে তিনি মুখোমুখি হতে পারেন দিয়েগো শোয়ার্ৎজম্যান অথবা গ্রিগর দিমিত্রভের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis Rafael Nadal Novak Djokovic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE