ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। সরাসরি সেটে হারালেন প্রতিযোগিতার ২৬তম বাছাই নেদারল্যান্ডসের বটিক ভ্যান ডে জান্ডস্কালপকে। পঞ্চম বাছাই স্প্যানিশ খেলোয়াড়ের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-২, ৬-৪। ফরাসি ওপেনের শেষ ষোলোয় পৌঁছে খুশি নাদাল বলেছেন, ‘‘আমার মনে হয় একজন ভাল খেলোয়াড়ের বিরুদ্ধে একটা ভাল ম্যাচ খেললাম। পেয়ে আমি দারুণ খুশি।
চোট নিয়েই প্যারিসে এসেছেন ২১ গ্র্যান্ড স্লাম খেতাবের মালিক। পাঁজর এবং গোড়ালির চোটের জন্য তেমন প্রস্তুতি নিতে না পারলেও প্রিয় সুরকির কোর্টে নাদালের জয়রথ অপ্রতিরোধ্য। চোটের কথা না ভেবে একটা একটা করে ম্যাচ নিয়ে পরিকল্পনা করছেন নাদাল। লম্বা র্যালি খেলতে তৃতীয় রাউন্ডের ম্যাচেও কিছুটা সমস্যায় পড়েছেন। তাতে অবশ্য তাঁর জয় আটকায়নি। প্রথম দু’টি সেটে সহজ জয় এলেও তৃতীয় সেটে জান্ডস্কালপ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে ম্যাচ জিতে নেন নাদাল।
শুরুটা অবশ্য খারাপ করেননি জান্ডস্কালপ। নাদালের প্রথম সার্ভিস গেমই ভাঙেন তিনি। তাতে অবশ্য বিশেষ সুবিধা করতে পারেননি। কারণ দ্বিতীয় গেমেই পাল্টা তাঁর সার্ভিসের বিরুদ্ধে জেতেন নাদাল। ষষ্ঠ গেমে নাদাল আবার জান্ডস্কালপের সার্ভিস ভাঙেন। এর পর আর প্রথম সেট জিততে অসুবিধা হয়নি নাদালের।