ফরাসি ওপেনে শেষ হয়ে গেল ভারতীয় চ্যালেঞ্জ। সানিয়া মির্জার পর ডাবলসে বিদায় নিলেন রোহন বোপান্নাও। বৃহস্পতিবার পুরুষদের ডাবলসের সেমিফাইনালে হেরে গেলেন রোহন বোপান্না-ম্যাটওয়ে মিডলকপ।
সেমিফাইনালে ২ ঘণ্টা ৭ মিনিট তীব্র লড়াই করেও ফাইনালে উঠতে পারল না ইন্ডো-ডাচ জুটি। ৬-৪, ৩-৬, ৬-৭ (৮-১০) সেটে তাঁরা হারলেন প্রতিযোগিতার ১২তম বাছাই জুটি এল সালভাদোরের মার্সেলো আরভালো এবং নেদারল্যান্ডসের জিন-জুলিয়েন রজারের কাছে। মূলত রজারের শক্তিশালী প্রথম সার্ভিসের জুতসই জবাব দিতে পারেননি বোপান্নারা।
প্রথম সেট থেকেই বোপান্নাদের চাপে রেখেছিলেন রজাররা। মিডলকপ কোনওরকমে নিজের সার্ভিস গেম বাঁচান। দু’পক্ষই পরস্পরের সার্ভিস গেম একাধিক বার ভাঙার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত অষ্টম গেমে প্রতিপক্ষের সার্ভিস ভেঙে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান বোপান্নারা। তার পর আর প্রথম সেট জিততে সমস্যা হয়নি তাঁদের।