লম্বা ডাইনিং টেবিলের এক প্রান্তে দাঁড়িয়ে আছে শিখর ধওয়নের মেয়ে। অন্য প্রান্তে রোহিত শর্মা। সাড়ে পাঁচের রকস্টার-এর থেকে নাচ শিখছেন হিটম্যান। আর রোহিতের বাঁ দিকে দাঁড়িয়ে সেই নাচ দেখছেন কেদার যাদব।
রবিবার বিসিসিআইয়ের করা এমনই এক টুইটে মজেছে ক্রিকেট অনুরাগীরা। টুইট করা ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, টেবিলের ওপাশ থেকে ফ্লস নাচ করে দেখাচ্ছে শিখরের মেয়ে। তার নাচ দেখে এ পাশে সে রকম ভাবেই নাচার চেষ্টা করছেন রোহিত। কিন্তু বেশিক্ষণ পারলেন না। কিছুক্ষণ পরই রণে ভঙ্গ দিলেন তিনি। তখন ফ্লস নাচ করার চেষ্টা করলেন কেদার যাদব।
শিখর ধওয়নের স্ত্রী আয়েশাকেও সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
Hitman learning the floss dance be like 😅😅#TeamIndia pic.twitter.com/37lGysldJC
— BCCI (@BCCI) January 13, 2019
রোহিত শর্মা ও শিখর ধওয়ন একদিনের ম্যাচে ভারতের ওপেনিং জুটি। মাঠের মতো মাঠের বাইরেও তাঁদের জুটি সমান স্বচ্ছন্দ। ২৮৯ রান তাড়া করতে নেমে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৩৪ রানে হেরেছে ভারত। সেই ম্যাচে শিখর শূন্য রানে আউট হলেও ১২৯ বলে ১৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রোহিত শর্মা।
আরও পড়ুন: অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ, আইসিসি-র নজরে অম্বাতি
(মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে এটিকে। কলকাতা ডার্বি, আইলিগ থেকেআইএসএল, কলকাতা ময়দানের সমস্ত খবর জানতে পড়ুন আমাদেরখেলাবিভাগ।)