Advertisement
২৭ মার্চ ২০২৩
Cricket

‘যুবরাজরা চেয়েছিল আমি সহবাগের রেকর্ড ভাঙি’

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ২০৯ রান করে আউট হন রোহিত। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে রোহিতকে অভিনন্দন জানিয়েছিল।

বেঙ্গালুরুতে না পারলেও ইডেনে বীরুর রেকর্ড ভেঙেছিলেন রোহিত। —ফাইল চিত্র।

বেঙ্গালুরুতে না পারলেও ইডেনে বীরুর রেকর্ড ভেঙেছিলেন রোহিত। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ মে ২০২০ ১১:৫৫
Share: Save:

ওয়ানডে ফরম্যাটে তিনটি দ্বিশত রান করার নজির একমাত্র রয়েছে রোহিত শর্মার। এ হেন ‘হিটম্যান’ রবিচন্দ্রন অশ্বিনকে লাইভ চ্যাটে জানালেন যুবরাজ সিংহ ও শিখর ধওয়ন চেয়েছিলেন, বীরেন্দ্র সহবাগের রেকর্ড ভাঙুন মুম্বইকর।

Advertisement

কিন্তু সে যাত্রায় রোহিত পারেননি বীরুকে টপকাতে। তার জন্য হতাশ হয়েছিলেন যুবরাজরা।

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ২০৯ রান করে আউট হন রোহিত। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে রোহিতকে অভিনন্দন জানিয়েছিল। যুবি ও ধওয়ন চেয়েছিলেন বীরুর ২১৯ রান টপকে যান রোহিত।

আরও পড়ুন: ডোপিং করছেন ২১ থেকে, ফাঁস আর্মস্ট্রংয়ের

Advertisement

ইনস্টাগ্রাম লাইভে তিনি বলেন, ‘‘ডাবল সেঞ্চুরি করার পরে এক জন আমাকে বলেছিল, তুমি যদি আরও এক ওভার থাকো, তা হলে সহবাগের রেকর্ড ভেঙে দিতে পারবে। ড্রেসিং রুমে আমাকে ঘিরে প্রত্যাশাও ছিল। তিন-চার জন চেয়েছিল আমি আরও ১০-১৫ রান করি, তা হলে বীরুর রেকর্ড ভেঙে দিতে পারব। ওই তিন-চারজনের মধ্যে যুবি ও শিখরও ছিল।’’

বেঙ্গালুরুতে না পারলেও রোহিত পরে ২৬৪ রান করে বীরুর রেকর্ড ভেঙে দিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.