Advertisement
০২ ডিসেম্বর ২০২৪
Cricket

‘ওই মানুষটাকে ধন্যবাদ, যিনি ধোনির সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন’, কাকে বললেন সাক্ষী?

তিরিসে পা দিলেন মহেন্দ্র সিংহ ধোনির পত্নী সাক্ষী ধোনি।হইহুল্লোড় করে নিজের জন্মদিনটিও সেলিব্রেট করলেন মাহি-পত্নী। সাক্ষী আর মাহি দু’জনের বন্ধুরা তো ছিলেনই সেখানে। ছিলেন হার্দিক পাণ্ড্য এবং রবীন উথাপ্পাও। ছিলেন রবিন উথাপ্পার স্ত্রী শীতলও।

খোশমেজাজে ধোনি ও সাক্ষী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।

খোশমেজাজে ধোনি ও সাক্ষী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ২০:৩৬
Share: Save:

তিরিসে পা দিলেন মহেন্দ্র সিংহ ধোনির পত্নী সাক্ষী ধোনি।হইহুল্লোড় করে নিজের জন্মদিনটিও সেলিব্রেট করলেন মাহি-পত্নী। সাক্ষী আর মাহি দু’জনের বন্ধুরা তো ছিলেনই সেখানে। ছিলেন হার্দিক পাণ্ড্য এবং রবীন উথাপ্পাও। ছিলেন রবিন উথাপ্পার স্ত্রী শীতলও।

এত জন তো ছিলেন। কিন্তু ইন্সটাগ্রামে কেবলই রবীন উথাপ্পাকে কেন ‘থ্যাঙ্ক ইউ’ জানালেন প্রাক্তন ভারতীয় অধিনায়কের স্ত্রী? কারণ, এই উথাপ্পাই মহেন্দ্র সিংহ ধোনি আর সাক্ষী ধোনির প্রথম মুলাকাতটা করিয়ে দিয়েছিলেন।

ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে সাক্ষী ধোনি লিখছেন, ‘‘ধন্যবাদ সেই মানুষটাকে। যাঁর জন্য আমি আর মাহি আজ একসঙ্গে। অনেক দিন পর রব্বি আর শীতলের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। আর আমার জন্মদিনে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। শীতল তোমাকেও খুব হট লাগছিল।’’

Thanks to this man here Mahi n i r together ❤️!!! It was great meeting u Robbie and Sheethal ... Thank u guys for coming and lot’s of cuddles to the lil one ! And Sheethal you looking HoT as ever! 😘 and just to clear out to people mahi n r not childhood friends n first time i stepped into Ranchi after marriage !

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

২০১০ সালে প্রেমিকা সাক্ষীর গলায় মালা পরান মহেন্দ্র সিংহ ধোনি। তবে অনেকেরই হয়তো অজানা ছিল যে, মাহি আর সাক্ষীর বিয়েতে ঘটকের কাজটি করেছিলেন আদতে রবীন উথাপ্পা।তবে ধোনিকে নিয়ে যে বায়োপিকটি হয়েছে সেখানে রবীন উথাপ্পা নামের কোনও চরিত্রেরও সৃষ্টি করা হয়নি সেই বায়োপিকে।

আরও পড়ুন: কোহালি এখনও ধোনির মতো ক্যাপ্টেন হয়ে উঠেনি, বললেন আফ্রিদি

আরও পড়ুন: ২০১১ বিশ্বকাপের ফাইনালে কেন আগে নেমেছিলেন, প্রকাশ করলেন ধোনি

অন্য বিষয়গুলি:

Mahendra Singh Dhoni Sakshi Rawat Robin Uthappa Cricket Cricketers Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy