কয়েক দিন আগেই অবসরের আভাস দিয়েছেন সানিয়া মির্জা। তাঁর বিদায়ী বছর স্মরণীয় হয়ে উঠতে পারে মেলবোর্ন পার্কে। রবিবার ভারতীয় তারকা নিজের নতুন মার্কিন সঙ্গী রাজীব রামকে নিয়ে অস্ট্রেলীয় ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
এতটাই দাপট ছিল যে, সানিয়ারা বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন এলেন পেরেজ় এবং আতওয়ে মিডেলকোপ জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে। অবাছাই ইন্দো-আমেরিকান জুটি অস্ট্রেলীয় পেরেজ় ও ডাচ মিডেলকোপকে হারিয়েছেন এক ঘণ্টা ২৭ মিনিটে, ৭-৬ (৮/৬) ও ৬-৪ ফলে। শেষ আটে সানিয়ারা খেলবেন অস্ট্রেলীয় জুটি স্যাম স্টোসুর-ম্যাথু এডবেন বনাম জেইমে ফোরলিস-জ্যাসন কুবলার ম্যাচের বিজয়ী
জুটির বিরুদ্ধে।
সানিয়া ছ’বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। মেলবোর্নে এ বার মেয়েদের ডাবলসে অবশ্য প্রথম রাউন্ডেই হারেন তিনি। শনিবার রোহন বোপান্না তাঁর ক্রোয়েশীয় সঙ্গী জুরাক স্ক্রেইবারকে নিয়ে অস্ট্রেলীয় ওপেনের মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে যান কাজ়াখস্তানের আন্দ্রেই গোলুবেভ ও ইউক্রেনের লুডমিলা কিচেনকের কাছে। প্রথম সেট ৬-১ জিতেও রোহনরা শেষরক্ষা করতে পারেননি। দ্বিতীয় ও তৃতীয় সেট তাঁদের প্রতিপক্ষ জিতে নেয় ৪-৬, ৯-১১ ফলে।