Advertisement
১৯ মে ২০২৪
Cricket

‘আইপিএলে চেন্নাইয়ের থেকে এগিয়ে মুম্বই’

গত কয়েক বছরে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের হার ভাল। সিএসকে-কে ছাপিয়ে গিয়েছে মুম্বই।

রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ছাপিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসকে। —ফাইল চিত্র।

রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ছাপিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসকে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ১৪:৫০
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ আইপিএল-এর ইতিহাসে শ্রেষ্ঠ দল বলে থাকেন। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স সামান্য হলেও এগিয়ে রয়েছে সিএসকে-র থেকে।

চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে সিএসকে তিন বার খেতাব জিতেছে। মঞ্জরেকর বলছেন, ‘’১২ বছর ধরে আইপিএল চলছে। যদি জয়ের হার বিচার করা হয়, তা হলে গোড়ার দিকে এগিয়েছিল সিএসকে। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্স দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে খেতাব জিতে নিয়েছে।’’

গত কয়েক বছরে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের হার ভাল। তবে সিএসকে মাঝে নির্বাসিত হয়েছিল। নির্বাসন কাটিয়ে ফেরার পরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই। গত বার ফাইনালেও পৌঁছয় সিএসকে। ফাইনালে চেন্নাইকে হারিয়ে চতুর্থ বার খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন: চেয়ার দিয়ে নেট বানিয়ে উঠোনে টেনিস নাদালের

মঞ্জরেকর বলছেন, ‘‘মুম্বই ইন্ডিয়ান্স চার বার জিতেছে। সেখানে সিএসকে তিন বার। তবে আইপিএল কম খেলেছে চেন্নাই। গত কয়েক বছরে মুম্বই ইন্ডিয়ান্স টেক্কা দিয়েছে সিএসকে-কে। চেন্নাইয়ের থেকেও ভাল মনে হয়েছে মুম্বইকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL Chennai Super Kings Mumbai Indians
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE