Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Sahid Afridi

Shahid Afridi: ৪৬-এর তরুণ আফ্রিদি এ বার ক্রিকেট খেলতে চললেন নেপাল

নেপালে এ বারই প্রথম খেলতে যাচ্ছেন আফ্রিদি। নেপালের ক্রিকেটপ্রেমীরাও তাই তৈরি হচ্ছেন তাঁকে স্বাগত জানাতে। ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

শাহিদ আফ্রিদি

শাহিদ আফ্রিদি ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৬:৩২
Share: Save:

বয়সটা তাঁর কাছে শুধুই সংখ্যা। ৪৬ বছর বয়সেও চুটিয়ে খেলে চলেছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। এ বার নেপালের টি২০ প্রতিযোগিতা ‘এভারেস্ট প্রিমিয়ার লিগ’-এ খেলতে দেখা যাবে তাঁকে। কাঠমাণ্ডি কিংসের হয়ে খেলবেন আফ্রিদি। তাঁর দলে রয়েছেন সন্দীপ লামিছানেও

লামিছানে এক ভিডিয়ো বার্তায় আফ্রিদির উদ্দেশে বলেন, ‘‘কাঠমান্ডু কিংস দলে আপনাকে স্বাগত। আপনাকে খেলতে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি জানি আপনার নেপাল সফর দারুণ হতে চলেছে। আমিও আপনাকে দেখতে মুখিয়ে আছি। আশা করি দারুণ সময় কাটাবো আমরা।’’

নেপালে এ বারই প্রথম খেলতে যাচ্ছেন আফ্রিদি। নেপালের ক্রিকেটপ্রেমীরাও তৈরি তাঁকে স্বাগত জানাতে। ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

আফ্রিদি নিজেও উত্তেজিত এই প্রতিযোগিতা নিয়ে। তিনি বলেন, ‘‘কাঠমাণ্ডুতে প্রথম বার খেলতে যাচ্ছি। তাই আমি উত্তেজিত। তবে নেপালের মানুষকে বিনোদন দেওয়ার সবরকম চেষ্টা করব।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE