Advertisement
০৩ মে ২০২৪

উইম্বলডনে ওয়াইল্ড কার্ড নেবেন না মারিয়া

ফরাসি ওপেনে তাঁর ‘ওয়াইল্ড কার্ড’ না পাওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। ডোপিং কেলেঙ্কারিতে জড়ানোর পরে পনেরো মাসের শাস্তি কাটিয়ে কোর্টে ফেরাটা কতটা কঠিন হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি— মারিয়া শারাপোভা।

প্রতিবাদী: বড় নাম বলে সুযোগ নিতে চান না মাশা। —ফাইল চিত্র।

প্রতিবাদী: বড় নাম বলে সুযোগ নিতে চান না মাশা। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৩:৪৮
Share: Save:

ফরাসি ওপেনে তাঁর ‘ওয়াইল্ড কার্ড’ না পাওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। ডোপিং কেলেঙ্কারিতে জড়ানোর পরে পনেরো মাসের শাস্তি কাটিয়ে কোর্টে ফেরাটা কতটা কঠিন হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি— মারিয়া শারাপোভা।

ইউজিনি বুশার্ডের মতো এক সময়ের সমর্থক এখন হয়ে উঠেছেন ‘শত্রু’। প্রকাশ্যে অপমান করতেও যিনি পিছপা হননি তাঁর ক্লে কোর্ট মরসুমে বিভিন্ন টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড পাওয়া নিয়ে। সমালোচকদের জবাব দিতে তাই এ বার মারিয়া শারাপোভা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। উইম্বলডনের মূলপর্বে নামতে ওয়াইল্ড কার্ডের আবেদন জানাবেন না। বরং কোয়ালিফায়ার খেলে মূলপর্বে উঠবেন, সেও অনেক ভালো।

‘‘টেনিসে প্রত্যাবর্তনের পরে প্রথম তিনটে টুর্নামেন্টে আমি যা পারফর্ম করেছি তাতে আমার র‌্যাঙ্কিং অনেকটা এগিয়েছে। উইম্বলডনে মুলপর্বে খেলতা তাই ওয়াইল্ড কার্ডের আবেদন করব না। রোয়েহ্যাম্পটনে বাছাই পর্বে নামব,’’ বলেছেন রুশ টেনিস তারকা।

মাশার এখন বিশ্ব র‌্যাঙ্কিং ২১১। উইম্বলডনের মূলপর্বে সুযোগ পেতে গেলে এই র‌্যাঙ্কিং যথেষ্ট নয়। তবে রুশ গ্ল্যামার কুইনের যা সাম্প্রতিক ফর্ম তাতে কোয়ালিফায়ারে নামতে কোনও সমস্যা হবে না। যদি ইতালিয়ান ওপেনে সেমিফাইনালে তিনি উঠতে পারতেন তা হলে মুলপর্বে তিনি সরসরি খেলার যোগ্যতা অর্জন করতেন। কিন্তু সে সুযোগ হারিয়েছেন মাশা। দ্বিতীয় রাউন্ডেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয়।

যদি শারাপোভা ওয়াইল্ড কার্ডের জন্য আবেদন করতেন তা হলে উইম্বলডন কমিটি তাঁর আবেদন ম়ঞ্জুর করা হবে কি না আলোচনা করতে জানাত ২০ জুন। উইম্বলডনে আবার ওয়াইল্ড কার্ড দেওয়া হয় টুর্নামেন্টের পারফরম্যান্সের অতীত রেকর্ড দেখে।

অনেকে মনে করছেন ফরাসি ওপেনে মূলপর্বে খেলার জন্য ওয়াইল্ড কার্ডের আবেদন জানানোর পর তা নামঞ্জুর হওয়াটা শারাপোভার কাছে বিরাট ধাক্কা। আবার যাতে এ রকম পরিস্থিতির মুখে পড়তে না হয় তাই পরবর্তী পদক্ষেপ অনেক ভেবে চিন্তে নিতে চাইছেন তিনি। তার প্রথম ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাঁর উইম্বলডনে বাছাই পর্বে নামার সিদ্ধান্তে।

ফরাসি ওপেন কর্তৃপক্ষ শারাপোভার আবেদন খারিজ করার পরে মাশা জবাব দিয়েছিলেন, ‘‘আমাকে যদি এ ভাবেই আবার উঠে দাঁড়াতে হয় তা হলে তাই হোক। আমি প্রতিনিয়ত সেই পথে থাকব। কারও কোনও কথা, খেলা বা অন্যকিছু আমায় নিজের স্বপ্ন ছোঁয়ার থেকে রুখতে পারবে না।’’

এর মধ্যে আবার প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন প্যাট ক্যাশ অল ইংল্যান্ড ক্লাবকে অনুরোধ করেছেন ২০৪৪-এর উইম্বলডন চ্যাম্পিয়ন শারাপোভাকে যেন টুর্নামেন্টের মূলপর্বে নামার ওয়াইল্ড কার্ড যেন না দেওয়া হয়। শুধু তিনিই নন এ রকম আরও অনেক প্রাক্তন খেলোয়াড়ই আবেদন করেছেন মাশার বিপক্ষে। তাই শারাপোভাকে উইম্বলডনে শুধু কোর্টে নয় লড়তে হবে কোর্টের বাইরেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis Maria Sharapova Wild Card Wimbledon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE