শুটিং বিশ্বকাপের ম্যারাথন ডবল ট্র্যাপ ফাইনালে রুপো জিতে নিলেন অঙ্কুর মিত্তল। অন্যদিকে, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে জিতু রাই ও হিনা সিঁধু ছিনিয়ে নিলেন শীর্ষস্থান।
২৪ বছরের অঙ্কুর সোনাজয়ী অস্ট্রেলিয়ার জেমস উইলের থেকে ৭৪ পয়েন্ট পিছনে শেষ করলেন। গ্রেট ব্রিটেনের স্টিভেন স্কট তৃতীয় হলেন। আর এক ভারতীয় সংগ্রাম দাহিয়া সেরা ছ’য়ে শেষ করলেনও ২৪ পয়েন্টের জন্য ফাইনালের মুখ খুলতে পারলেন না। নতুন নিয়মের ফাঁদেই ছিটকে যেতে হল তাঁকে। ১৫ বছরের শপথ ভরদ্বাজ প্রথম সিনিয়র দলের হয়ে বিশ্বকাপে যোগ দিলেন। কিন্তু ফাইনালের দরজা খুলতে পারলেন না। যোগ্যতা নির্ণায়ক পর্বের শেষে ১৩২ স্কোর করে থামতে হল ১০ নম্বরে। যদিও শটগান কোচ মার্সেলো দ্রাদি ভরদ্বাজের পারফর্মেন্সের প্রশংসা করেছেন। উইলেটের সঙ্গে তাঁকেই সেরা পারফর্মার বলছেন তিনি।
আরও খবর: ‘আজ মনে পড়ছে মৃত্যুর মুখ থেকে এ ভাবেই ফিরে এসেছিলাম আমিও’