হাসপাতাল থেকে আগামী বুধবারের মধ্যেই ছুটি দেওয়া হতে পারে বিসিসিআই সভাপতি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বাড়িতে ফিরলেও আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন। তার পর আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড।
সোমবার বোর্ড সচিব জয় শাহ সোমবার সৌরভকে দেখতে আসেন। এসেছিলেন বোর্ডের প্রাক্তন প্রধান এবং বিজেপির আর এক শীর্ষস্থানীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বর্তমানে সরাসরি বোর্ড প্রশাসনে না থাকলেও অনুরাগের সঙ্গে ভাল সম্পর্ক সৌরভের। তাঁর বোর্ড প্রেসিডেন্ট হওয়ার নেপথ্যে অনুরাগের বড় ভূমিকাও ছিল বলে শোনা যায়।
সোমবার মেডিক্যাল বোর্ডের সঙ্গে ভিডিয়ো বৈঠকে ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি-সহ দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসকেরা। হার্টের বাইপাস সার্জারির আপাতত প্রয়োজন নেই বলে মতামত দিয়েছেন চিকিৎসকেরা। সৌরভ হাসপাতালে ভর্তি হওয়ার পর, তাঁর হৃদযন্ত্রের একটি ধমনীর ‘ব্লক’ নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকেরা। স্টেন্ট বসিয়ে সেই ‘বিপদ’ আপাতত এড়ানো গিয়েছে।