মাত্র চল্লিশ মিনিটেই সাকলিন মুস্তাকের হৃদয় জিতে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ১৫ বছর আগের একটি ঘটনার উল্লেখ করে পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার এক অন্য সৌরভকে তুলে ধরলেন।
একসময়ে সৌরভ ও সাকলিন একে অপরের বিরুদ্ধে খেলেছেন। অফ স্পিনের মায়াজালে সৌরভকে সম্মোহীত করার চেষ্টা করতেন সাকলিন। ভারতের প্রাক্তন অধিনায়কও স্টেপ আউট করে পাক স্পিনারকে গ্যালারিতে ছুড়ে ফেলার চেষ্টা করতেন। প্রাক্তন ভারত অধিনায়ক প্রসঙ্গে সাকলিন বলছেন, ‘‘২০০৫-০৬ সালে ইংল্যান্ড সফরে খেলতে গিয়েছিল ভারত। তখন আমি সাসেক্সের হয়ে খেলতাম।’’
সাসেক্সের বিরুদ্ধে তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের। সেই ম্যাচ খেলেননি সৌরভ। সেই সময়ে খারাপ সময় কাটিয়ে মাঠে ফেরার চেষ্টা করছিলেন সাকলিন। ইউটিউবে প্রাক্তন পাক স্পিনার বলেছেন, ‘‘দুটো হাঁটুতেই আমার অস্ত্রোপচার হয়েছিল। ৩৬-৩৭ সপ্তাহ আমি শয্যাশায়ী ছিলাম। মানসিক দিক থেকেও ভেঙে পড়েছিলাম।’’