Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Sports News

ধ্যান চাঁদকে ভারত রত্ন দেওয়ার দাবি তুলল ক্রীড়ামন্ত্রক

২০১৩তে একবার ধ্যান চাঁদের নাম পাঠিয়েছিল ক্রীড়া মন্ত্রক। সে বারই সেই তালিকায় ছিলেন সচিন তেন্ডুলকর। সচিনই প্রথম ক্রীড়াবিদ যাঁর হাতে উঠেছিল এই সম্মান। ১৯৭৯তে প্রয়াত হয়েছিলেন ধ্যানচাঁদ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ২০:২৪
Share: Save:

ধ্যান চাঁদের জন্য আবার ভারত রত্নের দাবি তুলল ক্রীড়ামন্ত্রক। প্রধানমন্ত্রীর অফিসকে চিঠি দিয়ে সেই দাবি জানাল ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল নিজেই জানিয়েছেন সেই কথা। তিনি বলেন, ‘‘এটা প্রথম নয় যে ক্রীড়ামন্ত্রকের তরফে ধ্যানচাঁদের জন্য ভারত রত্নের দাবি জানানো হয়েছে।’’ দেশের জন্য তাঁর অবদানকে মনে রেখে এই সম্মান ধ্যানচাঁদের পাওয়া উচিত বলেই মনে করেন গোয়েল। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬এ ভারতকে অলিম্পিক্সে সোনা এনে দিয়েছিলেন ধ্যানচাঁদ।

আরও খবর: ১১ বছর পর জাতীয় দলে ফিরলেন এই তামিল ক্রিকেটার

২০১৩তে একবার ধ্যান চাঁদের নাম পাঠিয়েছিল ক্রীড়া মন্ত্রক। সে বারই সেই তালিকায় ছিলেন সচিন তেন্ডুলকর। সচিনই প্রথম ক্রীড়াবিদ যাঁর হাতে উঠেছিল এই সম্মান। ১৯৭৯তে প্রয়াত হয়েছিলেন ধ্যান চাঁদ। তখনও প্রশ্ন উঠেছিল সচিনের ঈগে তাঁর এই সম্মান পাওয়া উচিত কী না। এই প্রশ্নের উত্তরে গোয়েল বলেন, ‘‘আমি এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। এরকম বড় মাপের প্লেয়ারদের নিয়ে কিছু না বলাটাও ঠিক নয়। ধ্যানচাঁদের অবদান কোনও পুরস্কার দিয়েই মাপা যাবে না। ও সব কিছুর উর্ধ্বে।’’ গোয়েল আরও জানান, তাঁদের তরফে প্রধানমন্ত্রীকে এই বিষয়টি ভাবার অনুরোধ জানানো হয়েছে। তাঁদের মনে হয়েছে ধ্যান চাঁদকে ভারতরত্ন দিলে ভারতীয় হকিকেও উদ্বুদ্ধ করা হবে। গত বছরই একাধিক প্রাক্তন হকি প্লেয়ার ধ্যানচাঁদের ভারতরত্নের দাবিতে ধর্ণায় বসেছিলেন। কিন্তু কিছুই হয়নি। এই ধ্যানচাঁদের জন্মদিন (২৯ অগস্ট) জাতীয় ক্রীড়াদিবস হিসেবেও পালিত হয়। যেদিন দেশের সেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। তাঁরই ভাগ্যে এখনও জোটেনি ভারত রত্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE