Advertisement
০২ মে ২০২৪
chess

প্রজ্ঞার পরে এ বার অর্জুন! ভারতের আরও এক কিশোর দাবাড়ুর কাছে হার বিশ্বচ্যাম্পিয়নের

রমেশবাবু প্রজ্ঞানন্দের কাছে তিন বার হারের পরে এ বার আরও এক ভারতীয় দাবাড়ুর কাছে হারলেন ম্যাগনাস কার্লসেন। এ বার অর্জুন এরিগাইসির কাছে হারলেন দাবার বিশ্বচ্যাম্পিয়ন।

আরও এক ভারতীয় দাবাড়ুর কাছে হার কার্লসেনের।

আরও এক ভারতীয় দাবাড়ুর কাছে হার কার্লসেনের। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৯:৫৬
Share: Save:

রমেশবাবু প্রজ্ঞানন্দের পরে এ বার অর্জুন এরিগাইসি। ভারতের আরও এক কিশোর দাবাড়ুর কাছে হারলেন দাবার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। মেল্টওয়াটার চ্যাম্পিয়ন্স দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে ভারতীয় দাবাড়ুর কাছে হারতে হয়েছে কার্লসেনকে।

গত শনিবার বিশ্বের এক নম্বর দাবাড়ুর কাছে জুলিয়াস বায়ের জেনারেশন কাপের ফাইনালে হেরেছিলেন অর্জুন। এক সপ্তাহ পরেই তার বদলা নিলেন অর্জুন। আগের দিনের খেলায় কার্লসেনের কাছে দাঁড়াতে পারেননি অর্জুন। কিন্তু শনিবার ঠান্ডা মাথায় খেলেন তিনি। ম্যাচে কার্লসেনের ভুলের সুযোগ নিলেন তিনি। দাপট দেখিয়ে হারালেন কার্লসেনকে।

কার্লসেনকে হারিয়ে উঠে অর্জুন বলেন, ‘‘এই জয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কার্লসেনকে হারাতে পেরে খুব ভাল লাগছে।’’

আর ম্যাচ হেরে কী বলছেন কার্লসেন? তাঁর মতে, এটা তাঁর জীবনের অন্যতম খারাপ ম্যাচ। তিনি বলেন, ‘‘এই প্রতিযোগিতায় এত খারাপ আগে খেলিনি। নিজের ছন্দে ছিলাম না। অনেক ভুল করেছি।’’

এর আগে ভারতের ১৭ বছর বয়সি দাবাড়ু প্রজ্ঞানন্দের কাছে পর পর তিন বার হেরেছিলেন কার্লসেন। দাবা অলিম্পিয়াডেও খুব একটা ভাল ছন্দে ছিলেন না দাবার বিশ্বচ্যাম্পিয়ন। এ বার অর্জুনের কাছেও হারলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chess magnus carlsen Arjun Erigaisi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE