ইউএস ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজ়ের কাছে চার সেটের লড়াইয়ে হারতে হয়েছিল ইয়ানিক সিনারকে। সেই আলকারাজ়কে হারিয়েই বছর শেষ করলেন সিনার। এটিপি ফাইনালে আলকারাজ়কে হারালেন ইটালির টেনিস তারকা। স্ট্রেট সেটে (৭-৬, ৭-৫) জিতলেন তিনি।
ইটালির তুরিনে খেলা থাকায় সিনারের সমর্থন ছিল দেখার মতো। কোনও গ্র্যান্ড স্ল্যামেই তাঁর পরিবার বিশেষ উপস্থিত থাকে না। কিন্তু তুরিনে পরিবারের সকলে ছিলেন। তাঁদের সামনে চ্যাম্পিয়ন হলেন সিনার। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে জেতেন সিনার। দ্বিতীয় সেটে অবশ্য নিজের ভুলেই একটি সার্ভিস খুইয়েছিলেন তিনি। চাপে না পড়ে খেলায় ফেরেন সিনার। আলকারাজ়ের সার্ভিস ভেঙে সেট ও ম্যাচ জেতেন।
খেলা শেষে আলকারাজ় জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরার কাছে হেরেছেন তিনি। আলকারাজ় বলেন, “এই ম্যাচে ভালই খেলেছি। কিন্তু আমার সামনে এমন এক জন ছিল যে ইন্ডোর টেনিসে গত দু’বছর হারেনি। ওকে হারানো সহজ ছিল না। যোগ্য হিসাবে সিনার জিতেছে। ওকে শুভেচ্ছা জানাই।”
অপর দিকে চ্যাম্পিয়ন হয়ে সিনার ধন্যবাদ দিয়েছেন সমর্থকদের। তিনি বলেন, “লম্বা একটা সপ্তাহ শেষ হল। দুর্দান্ত পরিবেশ ছিল। শেষ পর্যন্ত যে সকলের মুখে হাসি ফোটাতে পেরেছি তাতেই আমি খুশি।”
আরও পড়ুন:
চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনাল খেলেছেন সিনার। অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন তিনি। তবে ফরাসি ওপেন ও ইউএস ওপেনের ফাইনালে হারতে হয়েছে। ফলে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের জায়গা হারিয়েছেন। আপাতত দু’নম্বরে তিনি। আলকারাজ় রয়েছেন শীর্ষে।
এটিপি ফাইনালে শেষ বার ২০২৩ সালে নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন সিনার। তার পর থেকে আর হারেননি তিনি। টানা ৩১ ম্যাচ জিতেছেন। জোকোভিচ এটিপি ফাইনালে টানা ৩৫ ম্যাচ জিতেছিলেন। অর্থাৎ, পরের বছর আর চারটি ম্যাচ জিতলেই জোকোভিচকে ছুঁয়ে ফেলবেন সিনার।