আর এক বার করোনা প্রটোকল ভাঙলেই দেশে ফেরত পাঠানো হবে পাকিস্তান ক্রিকেট দলকে। কড়া ভাষায় জানিয়ে দিল নিউজিল্যান্ড সরকার। দেওয়া হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা। আর তাই দলকে দেশের সম্মানের কথা ভেবে নিয়ম মেনে চলার নির্দেশ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড সফরে আসা পাকিস্তানের ৬ ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নিউজিল্যান্ড সরকার পিসিবি-কে জানিয়েছে যে করোনা প্রটোকল ভাঙা হয়েছে ৩-৪ বার। আর একবারও যেন নিয়ম ভাঙা না হয়, সে দিকে খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রিকেটারদের উদ্দেশে পাঠানো ভয়েস মেসেজে পিসিবি সিইও ওয়াসিম খান বলেছেন, “আমি নিউজিল্যান্ড সরকারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ৩-৪ বার ভাঙা হয়েছে প্রটোকল। এই ব্যাপারে জিরো টলারেন্স পলিসি রয়েছে ওদের। সরকারের তরফে আমাদের চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি যে, তোমাদের কাছে এটা কঠিন সময়। ইংল্যান্ডেও তোমরা একই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলে।”