Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Rahul Dravid

বুমরা-শামিদের পেস আক্রমণকে সর্বকালের সেরা বললেন দ্রাবিড়

এক বেসরকারি চ্যানেলের লাইভ চ্যাটে দ্রাবিড় বলেছেন যে, অতীতে জাতীয় দলে সেরা মানের পেসাররা থাকলেও সম্মিলিত ভাবে আক্রমণের গভীরতা এমন ছিল না।

অধিনায়ক কোহালির তিন ভরসা শামি, বুমরা, ইশান্ত। ছবি: এপি।

অধিনায়ক কোহালির তিন ভরসা শামি, বুমরা, ইশান্ত। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ১২:২৬
Share: Save:

গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে ভারতের দাপটের বড় কারণ হল পেসারদের ধারাবাহিকতা। ২০১৫ সালে টেস্টে অধিনায়ক হওয়ার পর পাঁচ বোলারে খেলানোর নীতি আঁকড়ে ধরেছিলেন বিরাট কোহালি। যা সাফল্য এনেছে। প্রাক্তন জাতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ের মতে, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের নিয়ে গড়া বর্তমানের পেস আক্রমণই দেশের সর্বকালের সেরা।

এক বেসরকারি চ্যানেলের লাইভ চ্যাটে রাহুল দ্রাবিড় বলেছেন যে, অতীতে জাতীয় দলে সেরা মানের পেসাররা থাকলেও সম্মিলিত ভাবে আক্রমণের গভীরতা এমন ছিল না। তাঁর কথায়, “সার্বিক ভাবে এটাই আমাদের সেরা পেস আক্রমণ। অতীতে আমাদের কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খানের মতো গ্রেট পেসাররা ছিল। কিন্তু একটা গ্রুপ হিসেবে এমন আক্রমণ ছিল না। প্রধান গ্রুপের বাইরেও নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুররা এ দলের হয়ে ভাল খেলছে। তফাত হল, এখন আর কোন তিন বোলারকে খেলাতে হবে, তা নিয়ে উদ্বেগে থাকতে হয় না। প্রত্যেকেই এত ভাল বল করছে।”

আরও পড়ুন: আইসিসি প্রেসিডেন্ট হচ্ছেন? সৌরভ বললেন...​

আরও পড়ুন: নির্বাচকদের উপর বিরক্ত শ্রীনাথ সাড়া দেননি সৌরভের দলে ফেরার অনুরোধেও!​

বর্তমান ভারতীয় দলের পেসাররা প্রত্যেকেই একে অন্যের চেয়ে চরিত্রগত ভাবে আলাদা বলে জানিয়েছেন দ্রাবিড়। তাঁর কথায়, “পেস বিভাগে গভীরতা বাড়িয়েছে ভারত। পেস আক্রমণে প্রত্যেকেই রয়েছে ফর্মে। তা ছাড়া এরা সবাই একে অন্যের চেয়ে আলাদা। বুমরা ওর অ্যাঙ্গেলের জন্য, ইশান্ত ওর উচ্চতার জন্য। শামি আবার স্কিডি, সুইংও করায় বল। উমেশ আবার স্লিঙ্গি। প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট রয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE