Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এই হার অনেক শিক্ষা দিয়ে গেল, বলছেন হাবাস

আন্তোনিও হাবাসকে দেখে কে বলবে, ম্যাচ হেরেছে তাঁর দল! এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে গল্প করতে করতে সাংবাদিক সম্মেলনে এলেন আটলেটিকো কোচ। এবং বলে দিলেন, “আমার দল টানা ছ’টা ম্যাচ অপরাজিত ছিল। আইএসএলে কোনও দল যা পারেনি। একটা হারে তাই কিছু যায় আসে না। বরং শুভেচ্ছা জানাতে চাই সব ফুটবলারদের।”

সব ইশারাই ব্যর্থ হল এক নম্বর টিমের কোচের। ছবি: উত্‌পল সরকার

সব ইশারাই ব্যর্থ হল এক নম্বর টিমের কোচের। ছবি: উত্‌পল সরকার

সোহম দে
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৪ ০৩:৩২
Share: Save:

আন্তোনিও হাবাসকে দেখে কে বলবে, ম্যাচ হেরেছে তাঁর দল! এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে গল্প করতে করতে সাংবাদিক সম্মেলনে এলেন আটলেটিকো কোচ। এবং বলে দিলেন, “আমার দল টানা ছ’টা ম্যাচ অপরাজিত ছিল। আইএসএলে কোনও দল যা পারেনি। একটা হারে তাই কিছু যায় আসে না। বরং শুভেচ্ছা জানাতে চাই সব ফুটবলারদের।”

স্পেনীয় হাবাস চূড়ান্ত পেশাদার। জানেন লম্বা লিগে হারের ময়নাতদন্ত নিয়ে বসলে পরের ম্যাচগুলোয় ডুবতে হবে। তাই দলকে উদ্বুদ্ধ করার নতুন পথ বেছে নিলেন। রেগে ক্ষোভ প্রকাশ নয়, বরং বোঝাতে ব্যস্ত থাকলেন, পুণের কাছে হারা শাপে বর হয়েছে। “দলের ভুলগুলো দেখতে পেলাম। যা পরের ম্যাচগুলোও শুধরে নিতে পারব। এই হার থেকে অনেক কিছু শিখলাম। একটা ম্যাচ হেরেছি বলে কাঁদতে বসা পেশাদারদের মানায় না। হার-জিত দুটোই তো খেলার অঙ্গ!”

কি ভুল-ত্রুটি দেখতে পেয়েছেন হাবাস? দুটো বিষয় প্রকাশ্যে আনছেন।

১) রক্ষণের সঙ্গে মাঝমাঠের জরুরি সংযোগটা এ দিন ছিল না।

২) অনেক সুযোগ তৈরি করেও ফাইনাল থার্ডে গিয়ে পুরো টিম ব্যর্থ ।

“রক্ষণ আর মাঝমাঠের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। পুণে যেটা কাজে লাগিয়ে আমাদের সমস্যায় ফেলছিল। আমরাও গোলের সুযোগ পাই। কিন্তু কাজে লাগাতে পারিনি। পুণে যে সুযোগ পেয়েছে সেটাই গোল করেছে,” ঢাল হিসাবে এগুলোকেই সামনে এনেছেন আটলেটিকো কোচ।

পুণে ধারাবাহিক ভাবে জিততে পারছিল না। সঙ্গে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ছিল না তাঁদের মার্কি ফুটবলার ডেভিড ত্রেজেগুয়েও। এতে কি আত্মতুষ্টি গ্রাস করেছিল আটলেটিকোকে? সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নও উঠল। “আমরা প্রতিপক্ষ সব দলকেই শ্রদ্ধা করি। সবার জন্য সমান ভাবে তৈরি হই। আজ পুণের বিরুদ্ধে ঘরের মাঠে খেলছিলাম বলে এমন নয় ওদের হাল্কা ভাবে নিয়েছিলাম। পুণে আমাদের চেয়ে ভাল খেলেছে বলেই জিতেছে। এরকম মাঝেমধ্যে হয়।” আটলেটিকো কোচের সঙ্গে একমত দলের অন্যতম সেরা ডিফেন্ডার হোসেমিও। টিম বাসে ওঠার আগে বলছিলেন, “আমাদের মাঝমাঠ পুরো ভেঙে পড়েছিল। উইং দুটো কাজ করেনি। কিন্তু একটা ম্যাচে হেরেছি মানে এমন নয়, পরেরগুলোতেও একই ভুল হবে।”

আটলেটিকো কোচ যখন হারকে গুরুত্ব না দিয়ে ম্যাচটাকে ভবিষ্যতের শিক্ষা হিসাবে দেখছেন, তখন পুণে অধিনায়ক ব্রুনো সিরিলো জানিয়ে দিলেন, এ রকম খেললে আটলেটিকোকে টপকে যাবেন তাঁরা। এ দিন জিতে পুণে উঠে এল তিন নম্বরে। এক ম্যাচ কম খেলে আটলেটিকোর থেকে মাত্র দু’পয়েন্ট পিছনে পুণে। “আমরা আটেলটিকোকে আজ দাঁড়াতেই দিইনি। ডিফেন্স থেকে অ্যাটাক, সব পজিশনেই এগিয়ে ছিল পুণে। এরকম খেললে আমরা শীর্ষে পৌঁছে যাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE