আন্তোনিও হাবাসকে দেখে কে বলবে, ম্যাচ হেরেছে তাঁর দল! এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে গল্প করতে করতে সাংবাদিক সম্মেলনে এলেন আটলেটিকো কোচ। এবং বলে দিলেন, “আমার দল টানা ছ’টা ম্যাচ অপরাজিত ছিল। আইএসএলে কোনও দল যা পারেনি। একটা হারে তাই কিছু যায় আসে না। বরং শুভেচ্ছা জানাতে চাই সব ফুটবলারদের।”
স্পেনীয় হাবাস চূড়ান্ত পেশাদার। জানেন লম্বা লিগে হারের ময়নাতদন্ত নিয়ে বসলে পরের ম্যাচগুলোয় ডুবতে হবে। তাই দলকে উদ্বুদ্ধ করার নতুন পথ বেছে নিলেন। রেগে ক্ষোভ প্রকাশ নয়, বরং বোঝাতে ব্যস্ত থাকলেন, পুণের কাছে হারা শাপে বর হয়েছে। “দলের ভুলগুলো দেখতে পেলাম। যা পরের ম্যাচগুলোও শুধরে নিতে পারব। এই হার থেকে অনেক কিছু শিখলাম। একটা ম্যাচ হেরেছি বলে কাঁদতে বসা পেশাদারদের মানায় না। হার-জিত দুটোই তো খেলার অঙ্গ!”
কি ভুল-ত্রুটি দেখতে পেয়েছেন হাবাস? দুটো বিষয় প্রকাশ্যে আনছেন।