Advertisement
২৫ এপ্রিল ২০২৪
District magistrate

Olympics 2020: জেলার করোনা সামলে অলিম্পিক্সে চললেন দেশের এক জেলাশাসক

নয়ডার জেলাশাসক হিসেবে করোনার সময় বাড়তি দায়িত্ব ছিল। কিন্তু তার মধ্যেও প্রস্তুতিতে ফাঁকি দেননি। এ বার পদক জেতার ব্যাপারে অত্যন্ত আশাবাদী সুহাস এল ইয়াথিরাজ।

সুহাস এল ইয়াথিরাজ।

সুহাস এল ইয়াথিরাজ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৬:৫৬
Share: Save:

প্যারালিম্পিক্স, অর্থাৎ শারীরিক ভাবে অক্ষমদের অলিম্পিক্সে ভারতীয় দলে অভিনবত্ব। প্যারা-ব্যাডমিন্টন দলে রয়েছেন দেশের এক জেলাশাসক

উত্তরপ্রদেশের নয়ডার জেলাশাসক সুহাস এল ইয়াথিরাজ প্যারা-ব্যাডমিন্টনের সিঙ্গলসে খেলবেন। এই আমলা অলিম্পিক্সে নামতে পেরে স্বাভাবিক ভাবেই অভিভূত। তবে একটা আক্ষেপও আছে। তিনি বলেন, ‘‘আমার নিজের খুব ভাল লাগছে। তবে একটু খারাপও লাগছে। ভেবেছিলাম আমাদের আরও কয়েকজন সুযোগ পাবে। কারণ তারা সাম্প্রতিক প্রতিযোগিতাগুলিতে বেশ ভাল করেছে।’’

অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের কাজটা কতটা কঠিন ছিল, সেটা ইয়াথিরাজের কথাতে পরিষ্কার। বলেন, ‘‘নয়ডার জেলাশাসক হিসেবে এই করোনার সময় বাড়তি দায়িত্ব ছিল আমার ওপর। কিন্তু তার মধ্যেও প্রস্তুতিতে ফাঁকি দিইনি। এ বার পদক জেতার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী।’’

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সুহাস।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সুহাস।

প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে ভারত থেকে মোট সাত জন যাচ্ছেন। পুরুষদের সিঙ্গলসে ইয়াথিরাজ ছাড়াও রয়েছেন প্রমোদ ভগত, মনোজ সরকার, তরুণ ধিলোঁ, কৃষ্ণ নগর। মহিলাদের ডাবলসে রয়েছেন পারুল পারমার, পলক কোহলী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE