চানুকে কেক খাইয়ে দিচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেণ সিংহ টুইটার
রবিবার নিজের জন্মদিনে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেণ সিংহের বাসভবনে গিয়ে কেক কাটলেন মীরাবাই চানু। টোকিয়ো অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেওয়া চানুর ২৭তম জন্মদিনে নিজের বাসভবনে তাঁকে নিমন্ত্রণ করেছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে চানুর কেক কাটার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। দেখা গিয়েছে, বীরেন সিংহকে কেক খাইয়ে দিচ্ছেন চানু। এই ভিডিয়ো দেখে চানুকে শুভেচ্ছা জানিয়েছেন নেটাগরিকরা।
মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরাও চানুকে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীর আতিথেয়তায় মুগ্ধ চানুও। এর পর পরিবারের সদস্যদের সঙ্গেও কেক কাটেন চানু। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে বাবা-মা দুজনেই কেক খাওয়াচ্ছেন চানুকে।
It was a pleasure having @mirabai_chanu at my official residence on her 27th Birthday.
— N.Biren Singh (@NBirenSingh) August 8, 2021
Wishing you a very happy birthday Mirabai. May you continue to bring laurels to the country.@narendramodi @ianuragthakur pic.twitter.com/Tc1SYL4KU8
ভারোত্তোলনে ৪৯ কিলোগ্রাম বিভাগে রুপো জিতেছেন চানু। দেশকে রুপো এনে দেওয়ার পর থেকেই একের পর এক পুরষ্কার পাচ্ছেন তিনি।
Birthday celebrations with my family after a long time. pic.twitter.com/bSkLUP9bVR
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) August 8, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy