স্বপ্ন পূরণ হল মীরাবাই চানুর। টোকিয়ো অলিম্পিক্সে রুপো জিতে স্বপ্ন পূরণ আগেই হয়েছিল। এটি অন্য স্বপ্ন। পছন্দের নায়ক সলমন খানের সঙ্গে দেখা বয়ে গেল তাঁর।
টোকিয়ো অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন চানু। তারপর এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সলমনকে দারুণ পছন্দ। ওর চেহারাও খুব পছন্দ।” সেই পছন্দের নায়কের দেখা পেয়ে গেলেন চানু।
সলমনের ইনস্টাগ্রামে একটি ছবিতে দেখা গেল দু’জনকে। চানুর সঙ্গে মনিপুরী স্কার্ফ পরে ছবি দিলেন সলমন। তিনি লেখেন, ‘আপনার জন্য দারুণ খুশি চানু। ভাল লাগল আপনার সঙ্গে দেখা করে। আমার শুভেচ্ছা সবসময় আপনার সঙ্গে থাকবে।’