শনিবার অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। অলিম্পিক্স অ্যাথলেটিক্সে এটাই কোনও ভারতীয়ের প্রথম পদক। দেশকে গর্বিত করার পরেই বিভিন্ন মহল থেকে পুরস্কারের বন্যা বইছে। এখনও পর্যন্ত মোট আর্থিক পুরস্কার হিসেবে ১১ কোটি টাকা নিশ্চিত তাঁর।
নীরজ সোনা পাওয়ার পরেই হরিয়ানা সরকার ঘোষণা করেছেন তাঁকে ছ’কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি হরিয়ানার যে কোনও জায়গায় ৫০ শতাংশ ছাড়ে জমি পাবেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেনদ্র সিংহ ঘোষণা করেছেন যে নীরজকে দু’কোটি টাকা দেওয়া হবে। নীরজের উত্তরসূরিরা পঞ্জাবে থেকেছেন একসময়। এ ছাড়া মণিপুর সরকারও এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় বোর্ড আগেই আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছিল। সেই মতো সোনাজয়ী হিসেবে নীরজ পাবেন এক কোটি টাকা। আইপিএল-এর দল চেন্নাই সুপার কিংস নীরজকে আর্থিক পুরস্কার হিসেবে এক কোটি টাকা দিচ্ছে। পাশাপাশি একটি বিশেষ জার্সিও তৈরি করছে তারা।