মোমিজি নিশিয়া টুইটার
১৩ বছর বয়সে অলিম্পিক্সে সোনা! অবাক করার মতো ঘটনা হলেও বাস্তব এটাই। তবে অবাক হওয়ার এখনও বাকি আছে। রুপো জিতে নেওয়া মেয়েটির বয়সও ১৩ বছর। একই বিভাগে ব্রোঞ্জজয়ীর বয়স ১৬ বছর।
সোমবার জাপানের মোমিজি নিশিয়া মহিলাদের স্কেটবোর্ডে সোনা জেতে। একই খেলায় রুপো জিতে নেয় ব্রাজিলের রাইসা লিয়ান। ব্রোঞ্জ জেতে জাপানের ফুনা নাকায়ামা। অলিম্পিক্সের ইতিহাসে এরকম নজির আর নেই।
এত কম বয়সে অলিম্পিক্সের মঞ্চে পদক জেতার নজির নেই কোনও খেলোয়াড়ের। শুধু সোনাজয়ী নিশিয়া নয়, রাইসা বা নাকায়ামার কীর্তি দেখেও চমকে উঠেছেন নেটাগরিকরা।
এবারেই প্রথম স্কেটবোর্ডিং খেলা হচ্ছে অলিম্পিক্সে। এই খেলায় নিশিয়ায় মহিলাদের মধ্যে প্রথম সোনাজয়ী। আগে ছেলেদের খেলায় সোনা জিতেছেন জাপানের য়ুতো হোরিগোম।
A historic first on home soil!#JPN's Nishiya Momiji is the first women's Olympic #Skateboarding champion!@worldskatesb @Japan_Olympic pic.twitter.com/6W6ReQE3BS
— Olympics (@Olympics) July 26, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy